দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিদ্যুতায়িত হয়ে শফিকুর ইসলাম (৩৮) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও আহত হয়েছেন তিনজন। গতকাল শনিবার (১১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক মসজিদের পাশের একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’
এ বিষয়ে নির্মাণাধীন ভবনের ঠিকাদার কামরুজ্জামান সোহাগ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সার্বক্ষণিক তাঁদের সঙ্গেই ছিলাম। আহতদের চিকিৎসা ব্যয় আমি বহন করব।’
নিহতের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার কামরুজ্জামান সোহাগ আরও বলেন, ‘সব দায়ভার আমিই বহন করব।’
জানা গেছে, নিহত শফিক উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে। আহতরা হলেন ইমরান হোসেন (২৫), মো. মনির (২৭) ও নজরুল (৩২)।
গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় নিচ থেকে ওপরে রড ওঠানোর সময় বৈদ্যুতিক সংযোগে আগুন ধরে যায়। এতে শফিকুর রহমান ওপর থেকে ছিটকে নিচে পড়ে যান এবং ইমরান হোসেন (২৫), মো. মনিরসহ (২৭) আরও একজন দগ্ধ হন।
বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রের প্রধান চিকিৎসক কর্মকর্তা এ টি এম নাসির উদ্দীন বলেন, ‘আহত শ্রমিকদের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।’
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিদ্যুতায়িত হয়ে শফিকুর ইসলাম (৩৮) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও আহত হয়েছেন তিনজন। গতকাল শনিবার (১১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক মসজিদের পাশের একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’
এ বিষয়ে নির্মাণাধীন ভবনের ঠিকাদার কামরুজ্জামান সোহাগ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সার্বক্ষণিক তাঁদের সঙ্গেই ছিলাম। আহতদের চিকিৎসা ব্যয় আমি বহন করব।’
নিহতের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার কামরুজ্জামান সোহাগ আরও বলেন, ‘সব দায়ভার আমিই বহন করব।’
জানা গেছে, নিহত শফিক উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে। আহতরা হলেন ইমরান হোসেন (২৫), মো. মনির (২৭) ও নজরুল (৩২)।
গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় নিচ থেকে ওপরে রড ওঠানোর সময় বৈদ্যুতিক সংযোগে আগুন ধরে যায়। এতে শফিকুর রহমান ওপর থেকে ছিটকে নিচে পড়ে যান এবং ইমরান হোসেন (২৫), মো. মনিরসহ (২৭) আরও একজন দগ্ধ হন।
বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রের প্রধান চিকিৎসক কর্মকর্তা এ টি এম নাসির উদ্দীন বলেন, ‘আহত শ্রমিকদের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।’
প্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৪ ঘণ্টা আগেসিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল তেকানীতে সাড়ে তিন কিলোমিটার মাটির বাঁধ নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের মার্চে। স্থানীয়দের দাবির পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের মৌখিক নির্দেশে এ কাজ শুরু হয়।
৪ ঘণ্টা আগেগ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ দিতে প্রতিষ্ঠিত হয়েছে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি। কিন্তু গত দুই বছরেও সেখানে কোনো কার্যক্রম শুরু হয়নি। প্রতিষ্ঠানটিতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
৭ ঘণ্টা আগে