নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন ১৫ দিন ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। ঢাকায় বন্দী থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে বরিশালে একটি মামলা হয়েছে।
গত বুধবার সকালে বরিশাল নগরের সিঅ্যান্ডবি সড়কে বিএনপি নেতা-কর্মীরা অবরোধ সৃষ্টি ও বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র বাদী হয়ে বুধবার দুপুরে ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২২ নম্বর আসামি করা হয়েছে কারাবন্দী মাসুদ হাসান মামুনকে।
মামলায় অভিযোগ করা হয়, বিএনপি নেতা-কর্মীরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে। বাধা দিতে গেলে পুলিশের ওপর ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। ওই ঘটনায় কারাবন্দী মামুনকেও আসামি করা হয়।
মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপাপ্ত সদস্য জাহিদুর রহমান রিপন বলেন, ‘গত ১৬ অক্টোবর ঢাকায় যুব সমাবেশে অংশ নেন মামুন। ১৮ অক্টোবর ছিল বিএনপির সমাবেশ। তার আগের দিন ১৭ অক্টোবর ঢাকায় পল্টনে হোটেল মেট্রোপলিটনে ডিবি পুলিশের অভিযানে যুবদলের মাসুদ হাসান মামুন ও কৃষক দলের জেলা সেক্রেটারি শফিউল ইসলাম গ্রেপ্তার হন। এরপর থেকে তাঁরা ঢাকায় কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
১৭ অক্টোবর থেকে ঢাকায় কারাবন্দী মামুন কীভাবে পুলিশের ওপর হামলা করল এসআই খোকন চন্দ্রের কাছে জানতে চাইলে তিনি ওসির সঙ্গে কথা না বলে কিছু বলতে পারবেন না বলে জানান। পরে তিনি মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
তদন্ত কর্মকর্তা পরিদর্শক (নিরস্ত্র) বিপ্লব মিস্ত্রী বলেন, মামুন যদি সত্যিই কারাবন্দী হয়ে থাকে তাহলে তদন্ত শেষে অভিযোগপত্রে তার নাম বাদ দেওয়া হবে। তিনি বলেন, বাদীকে কেউ হয়তো ভুল তথ্য দিয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে জানবেন। ওসি দাবি করেন, গ্রেপ্তার আসামিদের তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের মামলায় অন্তর্ভুক্ত করা হয়। এদের মধ্যে কেউ ভুল তথ্য দিতে পারে।
জানা গেছে, মাসুদ হাসান মামুনের মুক্তির দাবিতে ২২ অক্টোবর নগরীতে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মজিবর রহমান সরোয়ার। মামুনের মুক্তি চেয়ে নগরীর সর্বত্র পোস্টার এখনো দৃশ্যমান।
বরিশাল মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন ১৫ দিন ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। ঢাকায় বন্দী থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে বরিশালে একটি মামলা হয়েছে।
গত বুধবার সকালে বরিশাল নগরের সিঅ্যান্ডবি সড়কে বিএনপি নেতা-কর্মীরা অবরোধ সৃষ্টি ও বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র বাদী হয়ে বুধবার দুপুরে ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২২ নম্বর আসামি করা হয়েছে কারাবন্দী মাসুদ হাসান মামুনকে।
মামলায় অভিযোগ করা হয়, বিএনপি নেতা-কর্মীরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে। বাধা দিতে গেলে পুলিশের ওপর ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। ওই ঘটনায় কারাবন্দী মামুনকেও আসামি করা হয়।
মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপাপ্ত সদস্য জাহিদুর রহমান রিপন বলেন, ‘গত ১৬ অক্টোবর ঢাকায় যুব সমাবেশে অংশ নেন মামুন। ১৮ অক্টোবর ছিল বিএনপির সমাবেশ। তার আগের দিন ১৭ অক্টোবর ঢাকায় পল্টনে হোটেল মেট্রোপলিটনে ডিবি পুলিশের অভিযানে যুবদলের মাসুদ হাসান মামুন ও কৃষক দলের জেলা সেক্রেটারি শফিউল ইসলাম গ্রেপ্তার হন। এরপর থেকে তাঁরা ঢাকায় কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
১৭ অক্টোবর থেকে ঢাকায় কারাবন্দী মামুন কীভাবে পুলিশের ওপর হামলা করল এসআই খোকন চন্দ্রের কাছে জানতে চাইলে তিনি ওসির সঙ্গে কথা না বলে কিছু বলতে পারবেন না বলে জানান। পরে তিনি মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
তদন্ত কর্মকর্তা পরিদর্শক (নিরস্ত্র) বিপ্লব মিস্ত্রী বলেন, মামুন যদি সত্যিই কারাবন্দী হয়ে থাকে তাহলে তদন্ত শেষে অভিযোগপত্রে তার নাম বাদ দেওয়া হবে। তিনি বলেন, বাদীকে কেউ হয়তো ভুল তথ্য দিয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে জানবেন। ওসি দাবি করেন, গ্রেপ্তার আসামিদের তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের মামলায় অন্তর্ভুক্ত করা হয়। এদের মধ্যে কেউ ভুল তথ্য দিতে পারে।
জানা গেছে, মাসুদ হাসান মামুনের মুক্তির দাবিতে ২২ অক্টোবর নগরীতে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মজিবর রহমান সরোয়ার। মামুনের মুক্তি চেয়ে নগরীর সর্বত্র পোস্টার এখনো দৃশ্যমান।
মামলার প্রধান আসামি হয়েও প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন অভিযুক্ত ছাত্রদল নেতা শামীম সরকার। তিনি রাজশাহীর বাঘা উপজেলার সবেরহাট বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা। আজ বুধবার পর্যন্ত তিনি আদালত থেকে কোনো ধরনের জামিন নেননি বলে জানা গেছে।
২ মিনিট আগেকোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পারভেজ ও জহিরুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেবরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মনিরুলকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরের জিলা স্কুল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেগত নববর্ষের শোভাযাত্রার মোটিফ তৈরির শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামের বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। গত ১৫ এপ্রিল রাতের ওই ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ১৭ এপ্রিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাবুল হোসেনসহ আটজনকে গ্রেপ্তার করে। এর পর থেকে তিন মাস তিনি জেলা..
১৪ মিনিট আগে