Ajker Patrika

মাদ্রাসা সভাপতির স্বাক্ষর জাল করায় মামলা, সুপার কারাগারে

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ২০: ৪৬
মাদ্রাসা সভাপতির স্বাক্ষর জাল করায় মামলা, সুপার কারাগারে

পটুয়াখালী দশমিনা উপজেলায় মাদ্রাসা সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের চেষ্টা করায় থানায় মামলা করা হয়েছে। আজ বুধবার দুপুরে মাদ্রাসা সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। 

এর আগে গত মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ আরোজবেগী দাখিল মাদ্রাসার সুপার মোশারফ হোসেন অগ্রণী ব্যাংক দশমিনা শাখায় ৪৩ হাজার টাকা উত্তোলনের জন্য একটি চেক জমা দেন। ব্যবস্থাপক চেকের স্বাক্ষর যাচাই-বাছাই করে দেখেন ওই মাদ্রাসার সভাপতির স্বাক্ষর মিলছে না। তখন সুপারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এ স্বাক্ষর সভাপতির। 

ব্যাংক ব্যবস্থাপক ওই মাদ্রাসার সভাপতিকে বিষয়টি অবহিত করলে তিনি বলেন, ‘আমি কোনো চেক পাঠাইনি।’ তখন তিনি দশমিনা থানা-পুলিশকে অবহিত করলে ওই দিন বিকেলে সুপার মোশারফ হোসেনকে থানায় নিয়ে আসা হয়। 

মাদ্রাসা উন্নয়নের টাকা আত্মসাৎ এবং সভাপতির স্বাক্ষর জাল করায় আজ দুপুরে অত্র মাদ্রাসার সুপারের বিরুদ্ধে সভাপতি থানায় মামলা করেন। 

মাদ্রাসা সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনা এই প্রথম না। সুপার এর আগে ১৫-১৬টি চেকের পাতায় আমার স্বাক্ষর জাল করে মাদ্রাসার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এটি চরম দুর্নীতি। এ জন্য আমি মামলা করেছি।’ 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মামলায় মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত