Ajker Patrika

বরিশালে বিবির পুকুরে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
Thumbnail image

বরিশাল মহানগরীর বিবির পুকুরের চারপাশে ব্যস্ত সড়ক। সন্ধ্যার পরে লোকে লোকারণ্য থাকে সড়কগুলো। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুকুরে এক যুবক ‘বাঁচাও-বাঁচাও’ বলে চিৎকার করছিল। সে মজা করছে ভেবে, বিষয়টি অনেকে দেখেও গুরুত্ব দেয়নি। একপর্যায়ে যুবক পানিতে ডুবে যায়। আধঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মৃতদেহ উদ্ধার করে। 

মৃত যুবকের নাম সাগর (৩৫)। তিনি নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকার বাসিন্দা। তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার উলালকান্দা গ্রামে। 

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক মো. আমান উল্লাহ পরিবারের বরাত দিয়ে জানান, অবিবাহিত সাগর মায়ের সঙ্গে সরদারপাড়ার বাসায় থাকত। দিনমজুরের কাজ করত। বৃহস্পতিবার আছরের নামাজের পর বাসা থেকে বের হয়। সে কীভাবে পুকুরে পড়েছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তবে দেশভাগের মতে, পুকুরে পড়ে যাওয়া স্যান্ডেল তুলতে গিয়ে তিনি ডুবে গেছেন। সাগর সাঁতার জানত না বলে তার মা জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত