Ajker Patrika

বরিশালে হেমায়েত উদ্দিন ঈদগাহে প্রধান জামাতে মুসল্লির ঢল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১১: ৩৪
Thumbnail image

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালে পবিত্র ঈদ-উল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। সকাল ৮টায় নগরের হেমায়েত উদ্দিন ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে মুসল্লিদের ঢল নামে।

ঈদগাহের এই জামাতে ইমামতি করেন জামে কশাই মসজিদের ইমাম কাজী আবদুল মান্নান। পা‌নিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জা‌হিদ ফারুক শা‌মিম, সি‌টি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াবাতসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঈদগা‌হে নামাজ আদায় করেন। এ সময় মেয়র খোকন নগ‌রী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং শিগ্‌গিরই উন্নয়ন কার্যক্রম শুরু করার আশ্বাস দেন।

এ ছাড়া নগরীর সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ, চকবাজারের জামে এবাদুল্লাহ মসজিদ এবং জামে কশাই মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত