Ajker Patrika

বরিশালে বিআরটিসি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪ 

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২০ জুলাই ২০২২, ১৩: ৫৭
বরিশালে বিআরটিসি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪ 

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে বিআরটিসি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। 

আজ বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোচালক মো. হাফিজ (২৫), আমির চৌধুরী (৬০), সোহাগ সিকদার (৩০) এবং অজ্ঞাত মহিলা (৩৫)।

ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী অপর এক অটোচালক মো. টিপু জানান, বিআরটিসি বাসটি পটুয়াখালী থেকে বরিশালের দিকে যাচ্ছিল। একই সময়ে অটোরিকশাটি লেবুখালীর দিকে যাওয়ার পথে বাকেরগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটো চালকসহ ছয়জনই গুরুতর জখম হয়। পরে তাঁদের বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. সাদ্দাম চারজনের মৃত্যু নিশ্চিত করেছেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, আহতদের গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত