Ajker Patrika

মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের মানববন্ধন

প্রতিনিধি, বরিশাল
মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের মানববন্ধন

মেয়রের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মকর্তা–কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীরা। গত বুধবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা ভাঙচুরের ঘটনায় বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়েছে। ইউএনও মুনিবুর রহমান এবং পুলিশ বাদী হয়ে এ মামলা করেছেন। 

এর প্রতিবাদে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিসিসির সাবেক জনসংযোগ কর্মকর্তা বেলায়েত বাবলুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল হাজবুন, রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার, পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শক মো. মাসুম, কাজী মোয়াজ্জেম হোসেন প্রমুখ। 

বক্তারা বলেন, বরিশাল সিটি মেয়রের ওপর হামলা করে ইউএনও উল্টো তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। মামলার পর তাঁরা সবাই গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন। মেয়রের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান বক্তারা। 

এদিকে মানববন্ধনে অংশ নেওয়া একাধিক পরিচ্ছন্নতা কর্মী বলেন, ডেকেছে বলে তাঁরা এসেছেন। আদেশ না থাকায় ময়লার গাড়ি চলছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত