নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল শুক্রবার থানায় তিনজনের নামে মামলা হয়েছে। এর পরপরই আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
মামলা হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন। তিনি বলেন, গতকাল রাতে ধর্ষণের অভিযোগে তিনজনের নামে মামলা হয়েছে। এর পরপরই আসামিদের গ্রেপ্তার করে আজ শনিবার সকালে পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের মো. আনোয়ার হোসেন, মো. রাকিব হোসেন (২৩) ও মো. ইউনুস মিয়া (৩৫)। ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিকে গত ২৫ ডিসেম্বর রাতে ধর্ষণের ঘটনা ঘটে। এর এক মাস পরে থানায় মামলা হওয়ার বিষয়ে পুলিশ বলছে, ‘তখন কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হয়েছে।’
এজাহার থেকে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী রাকিবের ট্রলারে করে নদীতে মাছ ধরতেন। এ কারণে রাকিবের সঙ্গে তাঁদের পারিবারিক সম্পর্ক ছিল। আর আনোয়ার হোসেন বিভিন্ন সময়ে রাস্তাঘাটে গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন। ঘটনার দিন সন্ধ্যার পরে রাকিব গৃহবধূকে মোবাইল ফোনে কল করে একটি স্থানে আসতে বলেন। রাকিবের কথায় গৃহবধূ সেখানে গেলে আনোয়ার ও ইউনুছ এসে রাকিবের পাশ থেকে গৃহবধূকে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে যান। সেখানে আনোয়ার ও রাকিব তাঁকে ধর্ষণ করেন। এ সময় বাইরে থেকে ইউনুস পাহারা দেন। এ ঘটনা কাউকে না বলার জন্য গৃহবধূকে হুমকি দেন তাঁরা।
মামলার বাদী গৃহবধূ জানান, তিনি বিষয়টি ননদের স্বামীকে জানালেও সমাধানের কথা বলে কালক্ষেপণ করা হয়। পরে বিষয়টি তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নুরুল আমীনকে জানান। একপর্যায়ে কোনো বিচার না পেয়ে থানায় মামলা করেন।
ইউপি সদস্য নুরুল আমীন বলেন, ‘ওই নারী আমার কাছে এসেছিলেন। আমি তাঁকে থানায় যাওয়ার জন্য পরামর্শ দিই। তখন থানায় নাকি অভিযোগ দিয়েছিল। এমনকি অভিযুক্তরা মীমাংসার জন্য আমার কাছে এসেছিলেন। ধর্ষণের বিষয় বলে আমি একা একা কোনো সমাধানের সাহস পাইনি।’
পিরোজপুরের নেছারাবাদে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল শুক্রবার থানায় তিনজনের নামে মামলা হয়েছে। এর পরপরই আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
মামলা হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন। তিনি বলেন, গতকাল রাতে ধর্ষণের অভিযোগে তিনজনের নামে মামলা হয়েছে। এর পরপরই আসামিদের গ্রেপ্তার করে আজ শনিবার সকালে পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের মো. আনোয়ার হোসেন, মো. রাকিব হোসেন (২৩) ও মো. ইউনুস মিয়া (৩৫)। ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিকে গত ২৫ ডিসেম্বর রাতে ধর্ষণের ঘটনা ঘটে। এর এক মাস পরে থানায় মামলা হওয়ার বিষয়ে পুলিশ বলছে, ‘তখন কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হয়েছে।’
এজাহার থেকে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী রাকিবের ট্রলারে করে নদীতে মাছ ধরতেন। এ কারণে রাকিবের সঙ্গে তাঁদের পারিবারিক সম্পর্ক ছিল। আর আনোয়ার হোসেন বিভিন্ন সময়ে রাস্তাঘাটে গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন। ঘটনার দিন সন্ধ্যার পরে রাকিব গৃহবধূকে মোবাইল ফোনে কল করে একটি স্থানে আসতে বলেন। রাকিবের কথায় গৃহবধূ সেখানে গেলে আনোয়ার ও ইউনুছ এসে রাকিবের পাশ থেকে গৃহবধূকে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে যান। সেখানে আনোয়ার ও রাকিব তাঁকে ধর্ষণ করেন। এ সময় বাইরে থেকে ইউনুস পাহারা দেন। এ ঘটনা কাউকে না বলার জন্য গৃহবধূকে হুমকি দেন তাঁরা।
মামলার বাদী গৃহবধূ জানান, তিনি বিষয়টি ননদের স্বামীকে জানালেও সমাধানের কথা বলে কালক্ষেপণ করা হয়। পরে বিষয়টি তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নুরুল আমীনকে জানান। একপর্যায়ে কোনো বিচার না পেয়ে থানায় মামলা করেন।
ইউপি সদস্য নুরুল আমীন বলেন, ‘ওই নারী আমার কাছে এসেছিলেন। আমি তাঁকে থানায় যাওয়ার জন্য পরামর্শ দিই। তখন থানায় নাকি অভিযোগ দিয়েছিল। এমনকি অভিযুক্তরা মীমাংসার জন্য আমার কাছে এসেছিলেন। ধর্ষণের বিষয় বলে আমি একা একা কোনো সমাধানের সাহস পাইনি।’
যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা। এই মোড় থেকে শহরের চারদিকে চারটি সড়ক বিভিন্ন দিকে গেছে। এই মোড়েই একটি বৈদ্যুতিক খুঁটিতে বসানো রয়েছে তিনটি সিসি ক্যামেরা। তবে তিনটিই নষ্ট। কোনোটির সংযোগের তারই ছেঁড়া, কোনোটি নিচের দিকে বাঁকানো। অথচ অপরাধপ্রবণতা কমাতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়াতে...
২৯ মিনিট আগেচার মাস ধরে ওষুধ সরবরাহ নেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোয়। চলছে শুধু রক্তচাপ পরিমাপ আর পরামর্শ দেওয়ার কার্যক্রম। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা উপজেলার লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। সিভিল সার্জন অবশ্য আশার বাণী শুনিয়েছেন।
৫ ঘণ্টা আগেতিস্তা নদীর পানি কমতে শুরু করলেও নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায়। ঢেউয়ের আঘাতে নদীতীর, ফসলি জমি ও বসতভিটা ভাঙতে শুরু করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন তিস্তাপারের বাসিন্দারা।
৫ ঘণ্টা আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে বন্দর থানা এলাকা ভাগাভাগি হয়ে নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকায় পড়তে যাচ্ছে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন আগামী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নেতারা। তাঁরা বলছেন, একই এলাকায়
৫ ঘণ্টা আগে