নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের হিজলায় চাঁদাবাজির টাকার ভাগ নিয়ে বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শরীফ তরফদার (২৪)। তিনি পালপাড়া গ্রামের দিনমজুর হানিফ তরফদারের ছেলে। তাঁকে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, জাহাজে চাঁদাবাজির টাকার ভাগ–বণ্টন নিয়ে খুন হয়েছেন শরীফ। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল তারাবির নামাজ চলাকালে সংঘবদ্ধ হামলার শিকার হন শরীফ। তাঁর চিৎকার শুনে বন্ধু সোহাগ ও আরফান এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা করা হয়। প্রাণ বাঁচাতে শরীফ একজনের বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়েও হামলা করা হয়। পরে শরীফকে উদ্ধার করে প্রথমে মেহেন্দীগঞ্জ উপজেলা হাসপাতাল ও পরে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছার পর জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বিএনপি নেতা সগির হোসেন দাবি করেন, রাতে আলীগঞ্জ বাজারের পূর্ব পাশে হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে নিয়ে শরীফকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্থানীয় আলম চৌকিদার কামাল, মনির রাঢ়ী, সাইফুল মাঝী, আল আমীন মাঝী, মাইদুল, রাজিব পাটোয়ারী, নোমান ও বাবুল আকন। তাঁরা ৫ আগস্টের আগে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল ঢালীর লোক ছিলেন। কিন্তু ৫ আগস্টের পর সবাই উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মনিরের অনুসারী বনে যান। তাঁরা ধুলখোলা ইউনিয়নসংলগ্ন মেঘনায় নোঙর করা জাহাজে চাঁদা তোলাকে কেন্দ্র করে শরীফকে পিটিয়ে হত্যা করেন।
পুলিশের ধুলখোলা ইউনিয়নের বিট কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুর আমিন বলেন, আজ রোববার দুপুর পর্যন্ত মামলা হয়নি। সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বরিশালের হিজলায় চাঁদাবাজির টাকার ভাগ নিয়ে বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম শরীফ তরফদার (২৪)। তিনি পালপাড়া গ্রামের দিনমজুর হানিফ তরফদারের ছেলে। তাঁকে হাত-পা বেঁধে নির্যাতন করে হত্যা করা হয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, জাহাজে চাঁদাবাজির টাকার ভাগ–বণ্টন নিয়ে খুন হয়েছেন শরীফ। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল তারাবির নামাজ চলাকালে সংঘবদ্ধ হামলার শিকার হন শরীফ। তাঁর চিৎকার শুনে বন্ধু সোহাগ ও আরফান এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা করা হয়। প্রাণ বাঁচাতে শরীফ একজনের বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়েও হামলা করা হয়। পরে শরীফকে উদ্ধার করে প্রথমে মেহেন্দীগঞ্জ উপজেলা হাসপাতাল ও পরে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছার পর জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বিএনপি নেতা সগির হোসেন দাবি করেন, রাতে আলীগঞ্জ বাজারের পূর্ব পাশে হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে নিয়ে শরীফকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্থানীয় আলম চৌকিদার কামাল, মনির রাঢ়ী, সাইফুল মাঝী, আল আমীন মাঝী, মাইদুল, রাজিব পাটোয়ারী, নোমান ও বাবুল আকন। তাঁরা ৫ আগস্টের আগে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এবং ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল ঢালীর লোক ছিলেন। কিন্তু ৫ আগস্টের পর সবাই উপজেলা বিএনপির সদস্যসচিব দেওয়ান মনিরের অনুসারী বনে যান। তাঁরা ধুলখোলা ইউনিয়নসংলগ্ন মেঘনায় নোঙর করা জাহাজে চাঁদা তোলাকে কেন্দ্র করে শরীফকে পিটিয়ে হত্যা করেন।
পুলিশের ধুলখোলা ইউনিয়নের বিট কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুর আমিন বলেন, আজ রোববার দুপুর পর্যন্ত মামলা হয়নি। সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামের আনোয়ারায় ঈদের সকালে নতুন শাড়ি পরে রান্নার সময় দগ্ধ হয়ে ঊর্মি আকতার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৬ মিনিট আগেনেত্রকোনার আটপাড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মোশাররফ হোসেন (৩২) নামে এক যুবককে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
৩৪ মিনিট আগেরাজবাড়ীতে শোয়ার ঘর থেকে এক প্রবাসীর স্ত্রীর গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলিজয়পুর গ্রামে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেপুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, দীর্ঘ দিন ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু নিয়ে আসছে পাচারকারীরা। এসব গরু প্রথমে নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্টের পাহাড়ি এলাকায় রেখে দেওয়া হয়। পরে রামুর গর্জনিয়া-উখিয়ার ঘোনা সড়ক দিয়ে কক্সবাজার সদর, ঈদগাঁও ও চকরিয়া উপজেলা হয়ে..
১ ঘণ্টা আগে