Ajker Patrika

গজারিয়ায় ট্রলার ডুবির ঘটনায় আরও একটি মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
Thumbnail image

গজারিয়া নদীতে ভেসে উঠছে আরও একটি মরদেহ। আজ শনিবার দুপুরে গজারিয়া নদীর মোহনা সংলগ্ন চরবউপুর এলাকা থেকে রোহান হাওলাদার (৪) নামে শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা। উদ্ধার হওয়া রোহান উপজেলার মাঝিরচর এলাকার মোন্তাজ হাওলাদারের ছেলে। স্থানীয় গ্রাম-পুলিশ (চৌকিদার) মো. খোকন এ তথ্য নিশ্চিত করেছেন। 

গতকাল শুক্রবার মেহেন্দীগঞ্জের দড়িরচর খাজুরিয়ায় ট্রলার ডুবির ঘটনায় এ নিয়ে ৩ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন দুজন। 

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় তিনজনের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ তিনজনের মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ছয়-সাত কিলোমিটার দূরে চরবউপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশে খবর দেন জেলেরা। 

এদিকে শনিবার সকালে ঘটনাস্থল দড়িরচর খাজুরিয়ার গজারিয়া তীরে স্বজনদের পাশে গিয়ে সান্ত্বনা দেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ। এছাড়া উত্তর জেলা বিএনপির নেতৃবৃন্দ শোকাহত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। 

উল্লেখ্য, গতকাল শুক্রবার বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার মাঝেরচর থেকে স্বজনের মৃত্যুর খবরে মাছ ধরা ট্রলারে ১০-১২ জন রওনা দেয় দড়িরচর খাজুরিয়ায় উদ্দেশ্যে। পথিমধ্যে গজারিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটে। 

 শনিবার সকালে ঘটনাস্থল দড়িরচর খাজুরিয়ার গজারিয়া তীরে গিয়ে স্বজনদের সান্ত্বনা দেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ। এদিন ট্রলারের চালক সাহাবুদ্দিন মাঝি বলেন, ঢেউ বেশি থাকায় ট্রলারটি কাত হলে যাত্রীরা পড়ে যায়। স্বজনের মৃত্যুর খবরে মা, বাবা, মেয়ে, নাতিসহ অনেকেই সেই ঘটনাস্থলে যাচ্ছিলেন। 

স্থানীয় বাচ্চু মেম্বার বলেন, আত্মীয় মারা যাওয়ার খবরে মাঝেরচরের বাসিন্দা কবির হোসেন স্ত্রী-সন্তান নিয়ে দড়িরচর খাজুরিয়ায় যাচ্ছিলেন। 

মেহেন্দিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শহিদুজ্জামান বলেন, ‘মাঝেরচর থেকে দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে যাওয়ার জন্য ১০-১২ জন ট্রলারটি ভাড়া করে। গজারিয়া নদী উত্তাল থাকায় খাজুরিয়া ইউনিয়নে এটি ডুবে যায়। এ ঘটনায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনজনের খোঁজ এখনো পাওয়া যায়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত