বরিশাল প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। আহতদের শেবাচিম হাসপাতালে করা ভর্তি করা হয়েছে।
জানা যায়, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ছাত্রলীগের দুটি পক্ষ ক্যাম্পাসে সক্রিয়। এর মধ্যে একটি পক্ষের সাংসদের অনুসারীদের নেতৃত্বে অমিত হাসান রক্তিম ও ময়িদুর রহমান বাকি এবং মেয়রপন্থীদের নেতৃত্বে আহমেদ সিফাত ও সৈয়দ রুম্মান ইসলামসহ বেশ কয়েকজন রয়েছেন। উভয় পক্ষই দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ছাত্রলীগের নামে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে বিভিন্ন ঘটনায় নেতৃত্ব দেওয়া নিয়ে তাদের মধ্যে প্রায় সময় বিরোধ দেখা দেয়।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডের কলেজ অ্যাভিনিউর তিন মাথা এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র রাইদুল ইসলাম নীরবকে মারধর করেন স্থানীয় যুবকেরা। এর প্রতিবাদে সেখানে সড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনে হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। যদিও এর আগেই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে বেশ কয়েকবার তর্কবিতর্ক হয়।
একপর্যায়ে দিবাগত রাত পৌনে ১টার দিকে হঠাৎ করেই ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে প্রকাশ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের ছয়জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে ছাত্রলীগের একাংশের কর্মী ময়িদুর রহমান বাকিসহ তার অনুসারী ছাব্বির হোসেন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে অপরাংশের ছাত্রলীগ কর্মী আহমেদ সিফাত ও সৈয়দ রুম্মান ইসলামসহ তাঁদের অনুসারী তমাল, মেহেদি হাসান ও আল সামাদ শান্ত নামে মোট চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ছাত্রলীগের কর্মী অমিত হাসান রক্তিম বলেন, ‘সিফাত গ্রুপের হামলায় আহত হয়ে তাদের সহপাঠী মহিদুর রহমান বাকি ও ছাব্বির হাসপাতালে ভর্তি রয়েছেন।’
অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন আহমেদ সিফাত নিজেকে বর্তমানে সুস্থ দাবি করে কিছু জানাতে রাজি হননি। যদিও সৈয়দ রুম্মান ইসলাম দাবি করেছেন, তাদের পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন এবং তিনিসহ আহতরা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, ‘মধ্যরাতে ক্যাম্পাসে হঠাৎ করেই দুই দল ছাত্রের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ছয়জনের মতো আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। খবর পেয়ে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখার চেষ্টা করছি। বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে।’
বন্দর থানার এসআই মেহেদী হাসান জানান, ববিতে রাতের ঘটনায় পুলিশের কর্মকর্তারা ক্যাম্পাসে গিয়ে পরিস্থিত শান্ত করার পাশাপাশি হাসপাতালে খোঁজ নিয়েছেন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
উল্লেখ্য, ববিতে ছাত্রলীগের কোনো কমিটি নেই। এর পরও ছাত্রলীগের নামে দুটি পক্ষ দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অস্থিরতা চালিয়ে আসছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। আহতদের শেবাচিম হাসপাতালে করা ভর্তি করা হয়েছে।
জানা যায়, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ছাত্রলীগের দুটি পক্ষ ক্যাম্পাসে সক্রিয়। এর মধ্যে একটি পক্ষের সাংসদের অনুসারীদের নেতৃত্বে অমিত হাসান রক্তিম ও ময়িদুর রহমান বাকি এবং মেয়রপন্থীদের নেতৃত্বে আহমেদ সিফাত ও সৈয়দ রুম্মান ইসলামসহ বেশ কয়েকজন রয়েছেন। উভয় পক্ষই দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ছাত্রলীগের নামে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে বিভিন্ন ঘটনায় নেতৃত্ব দেওয়া নিয়ে তাদের মধ্যে প্রায় সময় বিরোধ দেখা দেয়।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডের কলেজ অ্যাভিনিউর তিন মাথা এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র রাইদুল ইসলাম নীরবকে মারধর করেন স্থানীয় যুবকেরা। এর প্রতিবাদে সেখানে সড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনে হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। যদিও এর আগেই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে বেশ কয়েকবার তর্কবিতর্ক হয়।
একপর্যায়ে দিবাগত রাত পৌনে ১টার দিকে হঠাৎ করেই ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে প্রকাশ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের ছয়জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে ছাত্রলীগের একাংশের কর্মী ময়িদুর রহমান বাকিসহ তার অনুসারী ছাব্বির হোসেন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে অপরাংশের ছাত্রলীগ কর্মী আহমেদ সিফাত ও সৈয়দ রুম্মান ইসলামসহ তাঁদের অনুসারী তমাল, মেহেদি হাসান ও আল সামাদ শান্ত নামে মোট চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ছাত্রলীগের কর্মী অমিত হাসান রক্তিম বলেন, ‘সিফাত গ্রুপের হামলায় আহত হয়ে তাদের সহপাঠী মহিদুর রহমান বাকি ও ছাব্বির হাসপাতালে ভর্তি রয়েছেন।’
অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন আহমেদ সিফাত নিজেকে বর্তমানে সুস্থ দাবি করে কিছু জানাতে রাজি হননি। যদিও সৈয়দ রুম্মান ইসলাম দাবি করেছেন, তাদের পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন এবং তিনিসহ আহতরা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, ‘মধ্যরাতে ক্যাম্পাসে হঠাৎ করেই দুই দল ছাত্রের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ছয়জনের মতো আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। খবর পেয়ে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখার চেষ্টা করছি। বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে।’
বন্দর থানার এসআই মেহেদী হাসান জানান, ববিতে রাতের ঘটনায় পুলিশের কর্মকর্তারা ক্যাম্পাসে গিয়ে পরিস্থিত শান্ত করার পাশাপাশি হাসপাতালে খোঁজ নিয়েছেন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
উল্লেখ্য, ববিতে ছাত্রলীগের কোনো কমিটি নেই। এর পরও ছাত্রলীগের নামে দুটি পক্ষ দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অস্থিরতা চালিয়ে আসছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) মডেলের আদলে স্বাতন্ত্র্য নিশ্চিত করার এক দফা দাবিতে আন্দোলন করছে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা। আজ সোমবার শিক্ষা ভবন অভিমুখে যাত্রা করলে পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। ধাওয়া ও লাঠিচার্জে ছত্রভঙ্গ করে
৫ মিনিট আগেনেছারাবাদে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আপোষ মিমাংসার কথা বলে ১ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ পাওয়া গেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। মনজুরুল কবির নামের ওই নেতা চামি গ্রামের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
৪৩ মিনিট আগেবগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক হেলপার। আজ সোমবার সকালে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার নাগরকান্দী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
১ ঘণ্টা আগে২০১৭ সালের ৩০ জুলাই শহীদুজ্জামান আবেদন গ্রহণ করে আবেদন পত্রটিতে সিল এবং স্বাক্ষর করে স্কুলের প্রধান শিক্ষককে বলেন, অনুদান পাইয়ে দিলে সেক্ষেত্রে তাকে শতকরা ৩০ শতাংশ হারে টাকা দিতে হবে। প্রধান শিক্ষক স্কুলের উন্নয়নের কথা বিবেচনা করে তাকে তখন ১০ হাজার টাকা অগ্রিম প্রদান করেন।
১ ঘণ্টা আগে