নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগসহ ৫ দফা দাবিতে বরিশালে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট। আজ বুধবার শহরের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। শেষে অশ্বিনী কুমার হল থেকে নথুল্লাবাদ পর্যন্ত পদযাত্রা করে নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, সরকারের দুঃশাসনে জনজীবন অতিষ্ঠ। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরেকদিকে গণতন্ত্র ও ভোটাধিকার ভূলুন্ঠিত। ১৫ বছর জনগণের ভোটাধিকার পদদলিত করে আজ্ঞাবহ নির্বাচন কমিশন ২০২৪ সালেও একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
বক্তারা আরও বলেন, স্বৈরাচারী আইয়ুব সরকার, এরশাদ সরকারের যেভাবে গণ-অভ্যুত্থানের মুখে পতন হয়েছিল, আওয়ামী সরকারেরও সেভাবেই পতন হবে। অবিলম্বে সংসদ ভেঙে তদারকি সরকারের অধীনে সংখ্যানুপাতিক নির্বাচনের জোর দাবি জানান তারা।
বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়কারী অধ্যাপক শাহ আজিজ খোকনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাঢ়ৈ প্রমুখ।
নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগসহ ৫ দফা দাবিতে বরিশালে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট। আজ বুধবার শহরের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। শেষে অশ্বিনী কুমার হল থেকে নথুল্লাবাদ পর্যন্ত পদযাত্রা করে নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, সরকারের দুঃশাসনে জনজীবন অতিষ্ঠ। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরেকদিকে গণতন্ত্র ও ভোটাধিকার ভূলুন্ঠিত। ১৫ বছর জনগণের ভোটাধিকার পদদলিত করে আজ্ঞাবহ নির্বাচন কমিশন ২০২৪ সালেও একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
বক্তারা আরও বলেন, স্বৈরাচারী আইয়ুব সরকার, এরশাদ সরকারের যেভাবে গণ-অভ্যুত্থানের মুখে পতন হয়েছিল, আওয়ামী সরকারেরও সেভাবেই পতন হবে। অবিলম্বে সংসদ ভেঙে তদারকি সরকারের অধীনে সংখ্যানুপাতিক নির্বাচনের জোর দাবি জানান তারা।
বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়কারী অধ্যাপক শাহ আজিজ খোকনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাঢ়ৈ প্রমুখ।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
৩ ঘণ্টা আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
৩ ঘণ্টা আগে