পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, যাঁদের হুংকার বাঘের মতো। যেখানে এত বড় বাঘ-বাঘিনী রয়েছেন, তাঁদের মধ্যে বানর থাকতে পারে কীভাবে? তাঁদের এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গি থাকতে পারে না। এখানে যাঁরা আসছেন সবাই ভদ্রলোক, সুধীজন। আর যারা মাদক বিক্রি করে, মাদক সেবন করে তারা ‘বানর’। এত বাঘ-বাঘিনী থাকতে বানর এই এলাকায় থাকতে পারে না। বানরকে হুংকার দিয়ে, ওদের অস্তিত্ব বিলীন করতে হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় পাথরঘাটা কে এম পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন পুলিশের বরিশালের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
জেলা পুলিশ সুপার আব্দুস সালাম সমাবেশে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা ইউএনও সুফল চন্দ্র গোলদার প্রমুখ।
জঙ্গিদের পরিচয় তুলে ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, তারা আলাদা আচরণ করে, ‘আলাদাভাবে অঙ্গভঙ্গি করে, একা একা থাকে, বাড়ি থেকে পালিয়ে যায়, হারিয়ে যায়। আপনারা আমাদের জানাবেন আমরা মোকাবিলা করব এগুলো।’ এ ছাড়া গুজবে কান না দিয়ে মূল ঘটনা জানতে আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে পুলিশের পক্ষ থেকে হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ডিআইজি আক্তারুজ্জামান।
বরগুনার পাথরঘাটায় অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, যাঁদের হুংকার বাঘের মতো। যেখানে এত বড় বাঘ-বাঘিনী রয়েছেন, তাঁদের মধ্যে বানর থাকতে পারে কীভাবে? তাঁদের এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গি থাকতে পারে না। এখানে যাঁরা আসছেন সবাই ভদ্রলোক, সুধীজন। আর যারা মাদক বিক্রি করে, মাদক সেবন করে তারা ‘বানর’। এত বাঘ-বাঘিনী থাকতে বানর এই এলাকায় থাকতে পারে না। বানরকে হুংকার দিয়ে, ওদের অস্তিত্ব বিলীন করতে হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় পাথরঘাটা কে এম পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন পুলিশের বরিশালের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
জেলা পুলিশ সুপার আব্দুস সালাম সমাবেশে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা ইউএনও সুফল চন্দ্র গোলদার প্রমুখ।
জঙ্গিদের পরিচয় তুলে ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, তারা আলাদা আচরণ করে, ‘আলাদাভাবে অঙ্গভঙ্গি করে, একা একা থাকে, বাড়ি থেকে পালিয়ে যায়, হারিয়ে যায়। আপনারা আমাদের জানাবেন আমরা মোকাবিলা করব এগুলো।’ এ ছাড়া গুজবে কান না দিয়ে মূল ঘটনা জানতে আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে পুলিশের পক্ষ থেকে হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরপর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ডিআইজি আক্তারুজ্জামান।
দিনাজপুরের নবাবগঞ্জে ডোবায় পড়ে সিনহা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ভাদুরিয়ার দিঘীরত্না গ্রামে এ ঘটনা ঘটে। সিনহা ঐ গ্রামের সুজন মিয়ার মেয়ে এবং শিশু শ্রেণির শিক্ষার্থী।
৭ মিনিট আগেইলিয়াস উদ্দিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক হিসেবে
৮ মিনিট আগেসাইকেল চুরির বিষয়ে অভিযোগ দিতে গিয়ে রেজিস্ট্রারের কাছে দুর্ব্যবহার ও হেনস্তার শিকার হয়েছেন বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অভিযোগ তুলেছেন। গত সোমবার দুপুরে এ ঘটনায় ঘটে। এ ঘটনায় রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
১০ মিনিট আগেমো. তানভীর সালেহীন ইমনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১২/০২/২০২৫ তারিখ থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি ডিআইজি, রাজশাহী রেঞ্জ-এর কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
৩৩ মিনিট আগে