Ajker Patrika

সাবেক ভারতীয় হাইকমিশনার শ্রিংলার নামে বরিশালে সড়ক, ইউএনও বলছেন নিয়মের ব্যত্যয়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
সাবেক ভারতীয় হাইকমিশনার শ্রিংলার নামে বরিশালে সড়ক, ইউএনও বলছেন নিয়মের ব্যত্যয়

বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার নামে বরিশালের বাকেরগঞ্জে একটি সড়কের নামকরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য নাসরিন জাহান রত্না। 

গত ৭ আগস্ট সড়কটি ঘটা করে উদ্বোধন করেন সংসদ সদস্য নাসরিন জাহান রত্না। এ সময় তার স্বামী জাতীয় পাটির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারও ছিলেন। প্রায় ২ কোটি টাকায় নির্মিত সড়কটির উদ্বোধনের বিষয় প্রশাসন জানে না বলে অভিযোগ উঠেছে। 

এ ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার শীল সাংবাদিকদের বলেন, ‘সড়কের নামকরণ প্রক্রিয়াটি যথাযথ প্রক্রিয়ায় হয়নি। বিদেশি কারও নামকরণের ক্ষেত্রে সরকারের অনুমোদন নিতে হয়। এক্ষেত্রে সে ধরনের নিয়মের ব্যত্যয় ঘটেছে।’ 

জানা গেছে, উপজেলার কলসকাঠী ইউনিয়নের ডিঙ্গামানিক এলাকায় সড়কটিতে দুটি নামফলক করা হয়। এর একটি ভারতের সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার নামে এবং অপরটি মুক্তিযুদ্ধকালীন কলসাঠীতে গণহত্যার শহীদদের তালিকা। 

স্থানীয়রা ও একাধিক সংবাদকমী জানিয়েছেন, এমপি নাসরিন জাহান রত্নার স্বামী জাপার কো-চেয়ারম্যান রুহুল আমিন ঢাকা থেকে নামফলক দুটো এনেছেন। তারা গত ৭ আগস্ট ওই সড়কটির ঘটা করে উদ্বোধন করেছেন। 

বাকেরগঞ্জের বাসিন্দা এবং জাসদের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক মোহাম্মদ মোহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার অংশ হিসেবে এমন কর্মকাণ্ড করেছেন এমপি রত্না। প্রকৃত অর্থে তিনি বাকেরগঞ্জে কোনো উন্নয়নই করেননি। সরকারের অনুমতি ছাড়া এমন কর্মকাণ্ড বিতর্কিত ঘটনা। এ বিষয়টি খতিয়ে দেখা দরকার।’ 

 ২০১৬ সালে কলসকাঠীতে বদ্ধভূমি ও সেখানে প্রতিষ্ঠিত গান্ধী আশ্রম পরিদর্শনে যান তৎকালীন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। 

বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না সাংবাদিকদের বলেন, ৭১ এর গণহত্যার জায়গাটি পরিদর্শনের জন্য ভারতের সাবেক হাইকমিশনার এসেছিলেন। তার স্মরণে হর্ষ বর্ধন শ্রিংলার নামে ফলকটি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত