Ajker Patrika

বরিশাল সিটিতে ভোটার বেড়েছে ৩৩ হাজার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সিটিতে ভোটার বেড়েছে ৩৩ হাজার

বরিশাল সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় ভোটার বেড়েছে প্রায় ৩৩ হাজার। আজ শুক্রবার বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে বরিশাল সিটি করপোরেশনে ভোটার ছিল ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। তবে তালিকা হালনাগাদের পর ভোটার বেড়েছে ৩২ হাজার ৮২৯ জন। এ ছাড়া আরও কিছু বাড়তে পারে।

মো. আলাউদ্দিন আরও বলেন, ‘আসন্ন সিটি নির্বাচনে বরিশাল নগরে মোট ভোটার ২ লাখ ৭৪ হাজার ৯৯৫ জন। নতুন করে ভোটার বেড়েছে ৩২ হাজার ৮২৯ জন। নগরীতে এখন মোট ভোটার ২ লাখ ৭৪ হাজার ৯৯৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭১ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৯২৪ জন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত