Ajker Patrika

র‌্যাগিং নিয়ন্ত্রনে জিরো টলারেন্স ববি প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
র‌্যাগিং নিয়ন্ত্রনে জিরো টলারেন্স ববি প্রশাসনের

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেছেন, ‘মাদক, সন্ত্রাস ও র‌্যাগিং এর মত অপরাধগুলো ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ বিনষ্ট করে। এগুলো যাতে শিক্ষার পরিবেশকে বিনষ্ট করতে না পারে, সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে।’ 

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির। 

ভারপ্রাপ্ত প্রক্টর ড. আব্দুল কাইউমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট ড. হেনা রানী বিশ্বাস। 

একই দিন বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছে আকিজ গ্রুপের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ে সৌন্দর্যবর্ধনে সহায়তার আশ্বাস দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ‘টিচার্স ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’ এর উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত