Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর হলেন সোনিয়া

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ১৪
সোনিয়া খান সনি। ছবি: সংগৃহীত
সোনিয়া খান সনি। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনিকে। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ৫ জন ১৬ ফেব্রুয়ারি পদত্যাগ করেছেন। ছাত্র অসন্তোষের জেরে ওই ৫ জন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনের কাছে পদত্যাগপত্র দিয়ে অব্যাহতি চান। এর ৩ দিন পর আজ বুধবার বিকেলে পদত্যাগপত্র দেওয়া প্রক্টর (ভারপ্রাপ্ত) এ টি এম রফিকুল ইসলামসহ আরও দুজন সহকারী প্রক্টরকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সম্প্রতি ছাত্র আন্দোলনের চাপের মুখে ওই ৫ জন পদত্যাগ করেছেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

১৬ ফেব্রুয়ারি পদত্যাগ করা প্রক্টরিয়াল বডির ৫ জন হচ্ছেন ভারপ্রাপ্ত প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম, সহকারী প্রক্টর মো. সাইফুল ইসলাম, মো. ইলিয়াস হোসেন, আলমগীর হোসেন ও আব্দুল্লাহ আহমেদ ফয়সাল।

এর মধ্যে রফিকুল, সাইফুল ও ইলিয়াসকে আজ বুধবার অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পদত্যাগ করা সহকারী প্রক্টর ইতিহাস বিভাগের প্রভাষক মো. ইলিয়াস হোসেন আজ বুধবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, প্রক্টর এবং তিনিসহ চারজন সহকারী প্রক্টর ১৬ ফেব্রুয়ারি পদত্যাগপত্র জমা দিয়ে উপাচার্যের কাছে অব্যাহতি চেয়েছেন। তিনি তাঁর পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, উপাচার্যের নির্দেশে নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে সহকারী অধ্যাপক ড. সোনিয়া খান সনিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত