Ajker Patrika

মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী)  প্রতিনিধি
মাহাবুব আলম রুবান। ছবি: সংগৃহীত
মাহাবুব আলম রুবান। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম রুবানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজির মামলায় গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম সুবিদখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর মজিদবাড়িয়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. নসা মিয়া মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ জনকে আসামি করে চাঁদাবাজির মামলা করেন। আদালতের বিচারক স্বপন কুমার দাস মামলাটি আমলে নিয়ে মির্জাগঞ্জ থানার ওসিকে এজাহার গ্রহণের নির্দেশ দেন।

মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫ জনকে আসামি করা হয়। সে মামলায় মাহাবুব আলম রুবানের নাম না থাকলেও তাঁকে অজ্ঞাতপরিচয় দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মাহাবুব আলম রুবান নামের এক ছাত্রলীগ নেতাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত