Ajker Patrika

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে যুবক আটক

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে যুবক আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয় মো. এনামুল হক নামে এক সেনা সদস্য। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বিলবিলাস গ্রামে এ ঘটনা ঘটে। 

এনামুল যশোর সেনানিবাসের ১০ ইষ্ট বেঙ্গলের একজন সেনাসদস্য ও বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে দুই সন্তানের জনক। এ ঘটনা প্রবাসী ফোরকান গাজীর মা মোসাম্মদ মাজেদা বেগম বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

সেখানে বলা হয়, ফোরকান গাজী (৩৫) দীর্ঘ ৮-১০ বছর পর্যন্ত মালয়েশিয়ায় থাকেন। বাড়িতে আমি (মাজেদা বেগম) পুত্রবধূ আখি আক্তার ও নাতী ইভানকে (৭) সঙ্গে নিয়ে নিয়ে উপজেলার পশ্চিম বিলবিলাস গ্রামে থাকি। ছেলে ফোরকান গাজী বিদেশে থাকায় পুত্রবধূ আখি আক্তার সেনাসদস্য এনামুল হকের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। গত বৃহস্পতিবার মাজেদা বেগম বাড়িতে না থাকার সুযোগে ওই দিন রাতেই সেনা সদস্য এনামুল আখি আক্তারের সঙ্গে দেখা করতে যায়। বিষয়টি বাড়ির লোকজন টের পেলে এনামুল দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে আটক করে। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, সেনা সদস্য এনামুলকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী তাঁদের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। এ ঘটনায় থানায় যে সাধারণ ডায়েরি করা হয়েছে। সেটির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত