Ajker Patrika

আড়িয়ালে ভাসছিল নারীর লাশ, ব্যাগে মিলল হিন্দিতে লেখা চিরকুট

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদে ভাসমান এক অজ্ঞাতনামা নারীর (২২) লাশ পাওয়া গেছে।

নৌ-পুলিশ আজ শুক্রবার সকাল ১০টার দিকে নাজিরপুর ইউনিয়নের পাইকবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করে। লাশের সঙ্গে থাকা ব্যাগে হিন্দি ভাষায় লেখা একটি চিরকুট পাওয়া গেছে। নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খন্দকার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আজ সকালে নদে একটি অর্ধগলিত লাশ ভাসতে দেখে জেলেরা ফাঁড়িতে সংবাদ দেন। সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের দেহ তল্লাশি করে সঙ্গে থাকা একটি ব্যাগে হিন্দি ভাষায় লেখা চিরকুট পাওয়া যায়। চিরকুটে ঠিকানা লেখা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এসআই শফিকুল বলেন, লাশের পরিচয় শনাক্তের লক্ষ্যে বিভিন্ন থানা ও নৌ-ফাঁড়িতে সংবাদ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত