Ajker Patrika

মাদারীপুরে ৩ খুন: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
গ্রেপ্তার প্রধান আসামি হোসেন সরদার। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার প্রধান আসামি হোসেন সরদার। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে পূর্ববিরোধের জেরে মসজিদে ঢুকে প্রকাশ্যে দুই ভাইসহ তিন ব্যক্তিকে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার দুপুরে বরিশাল নগরীর রূপাতলীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৮–এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার অমিত হাসান।

আজ ভোরে ঢাকার আশুলিয়া থানা এলাকার চিত্রাশাইলের কাঁঠালতলা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে হোসেন সরদারকে (৬০) গ্রেপ্তার করে র‍্যাব-৮ ও র‍্যাব-৪–এর যৌথ বাহিনী। এ ছাড়া র‍্যাব-৮ শরীয়তপুরের পালং থানার আরিগাও এলাকা থেকে আরেক আসামি সুমন সরদারকে (৩৩) গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামির মধ্যে হোসেন সরদার মাদারীপুরের খোয়ারজপুর গ্রামের বাসিন্দা আছমত আলী সরদারের ছেলে। সুমন সরদার মাদারীপুরের বাবনাতলা গ্রামের হাছেন সরদারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু ব্যবসা ও ইজারা নিয়ে পূর্ববিরোধের জেরে ৮ মার্চ সকালে হোসেন সরদারের নেতৃত্ব প্রায় দেড় শ ব্যক্তি তাঁদের কুপিয়ে হত্যা করেন। হামলার সময় আসামিরা চারটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেন। এ ঘটনায় ৪৯ আসামির নাম উল্লেখসহ ৮০-৯০ জনকে অজ্ঞাতনামা করে মাদারীপুর সদর থানায় একটি মামলা করা হয়।

র‍্যাব-৮–এর মিডিয়া অফিসার অমিত হাসান মামলার বরাতে বলেন, মাদারীপুর সদর থানা এলাকার খোয়াজপুর ইউনিয়নের কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু ব্যবসা ও ইজারা নিয়ে হত্যার শিকার ব্যক্তিদের সঙ্গে পূর্ববিরোধ ছিল আসামিদের। এ বিরোধের জেরে আসামিরা চাপাতি, রামদা, চায়নিজ কুড়াল, ছেনি, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সাইফুল সরদারের বাড়িতে হামলা করেন। তখন সাইফুল ও তাঁর দুই ভাই প্রাণরক্ষায় সরদার বাড়ি জামে মসজিদে আশ্রয় নেন। তখন হোসেন সরদারের নির্দেশে সহযোগী সুমন সরদারসহ অন্য আসামিরা মসজিদে ঢুকে ভুক্তভোগীদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপান।

সাইফুল সরদার ও তাঁর ভাই আতাউর সরদারকে হত্যা করে এবং আরও কয়েক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে আহত অবস্থায় ফেলে রেখে চলে যান আসামিরা। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাইফুল ও তাঁর ভাই আতাউরকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া গুরুতর আহত অলিল সরদার, পলাশ সরদার ও তাজেল হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পলাশ সরদার (১৮) মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত