নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মাদারীপুরে পূর্ববিরোধের জেরে মসজিদে ঢুকে প্রকাশ্যে দুই ভাইসহ তিন ব্যক্তিকে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার দুপুরে বরিশাল নগরীর রূপাতলীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-৮–এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার অমিত হাসান।
আজ ভোরে ঢাকার আশুলিয়া থানা এলাকার চিত্রাশাইলের কাঁঠালতলা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে হোসেন সরদারকে (৬০) গ্রেপ্তার করে র্যাব-৮ ও র্যাব-৪–এর যৌথ বাহিনী। এ ছাড়া র্যাব-৮ শরীয়তপুরের পালং থানার আরিগাও এলাকা থেকে আরেক আসামি সুমন সরদারকে (৩৩) গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামির মধ্যে হোসেন সরদার মাদারীপুরের খোয়ারজপুর গ্রামের বাসিন্দা আছমত আলী সরদারের ছেলে। সুমন সরদার মাদারীপুরের বাবনাতলা গ্রামের হাছেন সরদারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু ব্যবসা ও ইজারা নিয়ে পূর্ববিরোধের জেরে ৮ মার্চ সকালে হোসেন সরদারের নেতৃত্ব প্রায় দেড় শ ব্যক্তি তাঁদের কুপিয়ে হত্যা করেন। হামলার সময় আসামিরা চারটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেন। এ ঘটনায় ৪৯ আসামির নাম উল্লেখসহ ৮০-৯০ জনকে অজ্ঞাতনামা করে মাদারীপুর সদর থানায় একটি মামলা করা হয়।
র্যাব-৮–এর মিডিয়া অফিসার অমিত হাসান মামলার বরাতে বলেন, মাদারীপুর সদর থানা এলাকার খোয়াজপুর ইউনিয়নের কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু ব্যবসা ও ইজারা নিয়ে হত্যার শিকার ব্যক্তিদের সঙ্গে পূর্ববিরোধ ছিল আসামিদের। এ বিরোধের জেরে আসামিরা চাপাতি, রামদা, চায়নিজ কুড়াল, ছেনি, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সাইফুল সরদারের বাড়িতে হামলা করেন। তখন সাইফুল ও তাঁর দুই ভাই প্রাণরক্ষায় সরদার বাড়ি জামে মসজিদে আশ্রয় নেন। তখন হোসেন সরদারের নির্দেশে সহযোগী সুমন সরদারসহ অন্য আসামিরা মসজিদে ঢুকে ভুক্তভোগীদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপান।
সাইফুল সরদার ও তাঁর ভাই আতাউর সরদারকে হত্যা করে এবং আরও কয়েক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে আহত অবস্থায় ফেলে রেখে চলে যান আসামিরা। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাইফুল ও তাঁর ভাই আতাউরকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া গুরুতর আহত অলিল সরদার, পলাশ সরদার ও তাজেল হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পলাশ সরদার (১৮) মারা যান।
মাদারীপুরে পূর্ববিরোধের জেরে মসজিদে ঢুকে প্রকাশ্যে দুই ভাইসহ তিন ব্যক্তিকে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার দুপুরে বরিশাল নগরীর রূপাতলীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-৮–এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার অমিত হাসান।
আজ ভোরে ঢাকার আশুলিয়া থানা এলাকার চিত্রাশাইলের কাঁঠালতলা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে হোসেন সরদারকে (৬০) গ্রেপ্তার করে র্যাব-৮ ও র্যাব-৪–এর যৌথ বাহিনী। এ ছাড়া র্যাব-৮ শরীয়তপুরের পালং থানার আরিগাও এলাকা থেকে আরেক আসামি সুমন সরদারকে (৩৩) গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামির মধ্যে হোসেন সরদার মাদারীপুরের খোয়ারজপুর গ্রামের বাসিন্দা আছমত আলী সরদারের ছেলে। সুমন সরদার মাদারীপুরের বাবনাতলা গ্রামের হাছেন সরদারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু ব্যবসা ও ইজারা নিয়ে পূর্ববিরোধের জেরে ৮ মার্চ সকালে হোসেন সরদারের নেতৃত্ব প্রায় দেড় শ ব্যক্তি তাঁদের কুপিয়ে হত্যা করেন। হামলার সময় আসামিরা চারটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেন। এ ঘটনায় ৪৯ আসামির নাম উল্লেখসহ ৮০-৯০ জনকে অজ্ঞাতনামা করে মাদারীপুর সদর থানায় একটি মামলা করা হয়।
র্যাব-৮–এর মিডিয়া অফিসার অমিত হাসান মামলার বরাতে বলেন, মাদারীপুর সদর থানা এলাকার খোয়াজপুর ইউনিয়নের কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু ব্যবসা ও ইজারা নিয়ে হত্যার শিকার ব্যক্তিদের সঙ্গে পূর্ববিরোধ ছিল আসামিদের। এ বিরোধের জেরে আসামিরা চাপাতি, রামদা, চায়নিজ কুড়াল, ছেনি, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সাইফুল সরদারের বাড়িতে হামলা করেন। তখন সাইফুল ও তাঁর দুই ভাই প্রাণরক্ষায় সরদার বাড়ি জামে মসজিদে আশ্রয় নেন। তখন হোসেন সরদারের নির্দেশে সহযোগী সুমন সরদারসহ অন্য আসামিরা মসজিদে ঢুকে ভুক্তভোগীদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপান।
সাইফুল সরদার ও তাঁর ভাই আতাউর সরদারকে হত্যা করে এবং আরও কয়েক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে আহত অবস্থায় ফেলে রেখে চলে যান আসামিরা। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাইফুল ও তাঁর ভাই আতাউরকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া গুরুতর আহত অলিল সরদার, পলাশ সরদার ও তাজেল হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পলাশ সরদার (১৮) মারা যান।
রোববার (২০ জুলাই) ভোরে জহুরপুর বিওপির সীমান্ত পিলার ১৬/৫-এর কাছে ৫ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে যায়। সে সময় বিএসএফ চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে ৪ জন পালিয়ে আসে। মোহম্মদ লালচান (২৫) বিএসএফের হাতে আটক হন। পরে চোরকারবারিরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত এনে বিজিবির চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদী
৪১ মিনিট আগেথেমে নেই হাতি-মানুষের দ্বন্দ্ব। ৭ বছর ধরে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াঙ পাহাড়ে অবস্থান নিচ্ছিল একদল হাতি। দিনে বা রাতে পাহাড় থেকে নেমে আসা হাতির পালের তাণ্ডবে অতিষ্ঠ দুই উপজেলার বাসিন্দারা।
১ ঘণ্টা আগেচিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় রাজধানীর চকবাজারে এক ফার্মেসি মালিককে ছুরিকাঘাত করেছে এক তরুণ। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী মো. নাহিদুল ইসলাম (৩৭)। ঘটনার তিন দিন পর হামলাকারী ওই তরুণকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)।
১ ঘণ্টা আগেনরসিংদীতে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপণ করার সময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি
১ ঘণ্টা আগে