নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির আয়োজিত বিভাগীয় সেমিনারে দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। বসাকে কেন্দ্র করে আজ বুধবার বিকেলে নগরের মোহনা কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের অনুসারী কর্মী এবং ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্না অনুসারীদের মধ্যে এ হট্টগোল ঘটেছে বলে জানা গেছে।
বেলা ৩টায় শুরু হওয়া সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ। এ ছাড়া প্রধান বক্তা ছিলেন ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, বিশেষ অতিথি যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার এবং সেমিনারের সভাপতিত্ব করেন সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের একদল কর্মী সেমিনার স্থলে প্রবেশ করেন। সেখানে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্নার অনুসারীরাও অবস্থান করছিলেন। এই দুই পক্ষের মধ্যে বসা নিয়ে বিরোধের জেরে বেশ কিছুক্ষণ চলে হাতাহাতি, মারামারি এবং চেয়ার ছোড়াছুড়ি। পরে তারা দৌড়ে রাস্তায় নেমেও মারামারি করে। এতে সেমিনারের কার্যক্রম ব্যাহত হয়।
খবর পেয়ে সেখানে পুলিশ অবস্থান নেয়। পরবর্তীতে কেন্দ্রীয় নেতারা গন্ডগোলকারীদের বের করে দিয়ে দরজা আটকে কর্মসূচি শেষ করেন।
ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্না বলেন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান বেলা ৩টার কর্মসূচিতে আসেন সাড়ে ৪টায়। তখন তিনি বসার জায়গা না পেয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে খারাপ আচরণ করেন। এটা নিয়ে তার অনুসারী কর্মীদের সঙ্গে জাহানের কর্মীদের হট্টগোল হয়েছে। পরে তিনি সেখান থেকে চলে এসেছেন।
তবে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান বলেন, পোলাপানের মধ্যে বসা নিয়ে কথা–কাটাকাটি হয়েছে। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়ায়। পরে সিনিয়ররা নিয়ন্ত্রণ আনেন। তিনি বলেন, দরজা আটকে কর্মসূচি করার তথ্য সঠিক নয়।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, সেমিনারে বিভাগের কেন্দ্রীয় সব নেতা উপস্থিত ছিলেন। এই সেমিনারে বক্তাদের বক্তব্যে উঠে এসেছে যে দেশের সাবেক সেনাপ্রধান, পুলিশ প্রধান দুর্নীতির দায়ে স্যাংশনের আওতায় আসে। যে কারণে দেশের অবস্থা আজ টালমাটাল। সবাইকে এ জন্য শপথ নিয়ে আগামী দিনে রাজপথে লড়াই করার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, সেমিনারে কে আগে, কে পিছে বসবে তা নিয়ে ৫–৭ মিনিট হট্টগোল হয়েছে মাত্র। পরে নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
বরিশালে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির আয়োজিত বিভাগীয় সেমিনারে দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। বসাকে কেন্দ্র করে আজ বুধবার বিকেলে নগরের মোহনা কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের অনুসারী কর্মী এবং ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্না অনুসারীদের মধ্যে এ হট্টগোল ঘটেছে বলে জানা গেছে।
বেলা ৩টায় শুরু হওয়া সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ। এ ছাড়া প্রধান বক্তা ছিলেন ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, বিশেষ অতিথি যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার এবং সেমিনারের সভাপতিত্ব করেন সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের একদল কর্মী সেমিনার স্থলে প্রবেশ করেন। সেখানে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্নার অনুসারীরাও অবস্থান করছিলেন। এই দুই পক্ষের মধ্যে বসা নিয়ে বিরোধের জেরে বেশ কিছুক্ষণ চলে হাতাহাতি, মারামারি এবং চেয়ার ছোড়াছুড়ি। পরে তারা দৌড়ে রাস্তায় নেমেও মারামারি করে। এতে সেমিনারের কার্যক্রম ব্যাহত হয়।
খবর পেয়ে সেখানে পুলিশ অবস্থান নেয়। পরবর্তীতে কেন্দ্রীয় নেতারা গন্ডগোলকারীদের বের করে দিয়ে দরজা আটকে কর্মসূচি শেষ করেন।
ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্না বলেন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান বেলা ৩টার কর্মসূচিতে আসেন সাড়ে ৪টায়। তখন তিনি বসার জায়গা না পেয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে খারাপ আচরণ করেন। এটা নিয়ে তার অনুসারী কর্মীদের সঙ্গে জাহানের কর্মীদের হট্টগোল হয়েছে। পরে তিনি সেখান থেকে চলে এসেছেন।
তবে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান বলেন, পোলাপানের মধ্যে বসা নিয়ে কথা–কাটাকাটি হয়েছে। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়ায়। পরে সিনিয়ররা নিয়ন্ত্রণ আনেন। তিনি বলেন, দরজা আটকে কর্মসূচি করার তথ্য সঠিক নয়।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, সেমিনারে বিভাগের কেন্দ্রীয় সব নেতা উপস্থিত ছিলেন। এই সেমিনারে বক্তাদের বক্তব্যে উঠে এসেছে যে দেশের সাবেক সেনাপ্রধান, পুলিশ প্রধান দুর্নীতির দায়ে স্যাংশনের আওতায় আসে। যে কারণে দেশের অবস্থা আজ টালমাটাল। সবাইকে এ জন্য শপথ নিয়ে আগামী দিনে রাজপথে লড়াই করার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, সেমিনারে কে আগে, কে পিছে বসবে তা নিয়ে ৫–৭ মিনিট হট্টগোল হয়েছে মাত্র। পরে নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
১ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
২ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
২ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
২ ঘণ্টা আগে