নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীতে এক বাসযাত্রীর ব্যাগে রক্তে ভেজা কাপড়ে মোড়ানো ছুরি পাওয়ার পর তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সড়কে যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা শিক্ষার্থীরা বাস তল্লাশির সময় নগরের সিঅ্যান্ডবি সড়কের হাতেম কলেজ চৌমাথায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রাসিফ আকন (২৫)। বরগুনার বেতাগী উপজেলার ছোপখালী গ্রামের ইউনুস আকনের ছেলে। তিনি সিলেট জেলায় টিউবওয়েল শ্রমিকের কাজ করতেন বলে দাবি তাঁর পরিবারের।
শিক্ষার্থীদের দাবি, বরগুনাগামী একটি বাস তল্লাশির সময়ে যাত্রী রাসিফ আকনের ব্যাগে রক্তের দাগ লাগানো একটি ছুরি পাওয়া গেছে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পিটুনিতে তাঁর মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে বরগুনার দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে নগরের সিঅ্যান্ডবি রোড চৌমাথা অতিক্রম করার সময়ে ট্রাফিক ব্যবস্থায় নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীরা বাসটিতে তল্লাশি করে। যাত্রী রাসিফের ব্যাগে ধারালো ছুরি পেলে তাঁকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
শিক্ষার্থীদের দাবি, ধারালো অস্ত্রটিতে রক্ত লেগে ছিল। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শিক্ষার্থীদের পিটুনিতে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন রাসিফ। তাঁকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রাজিব আকন বলেন, জমিজমাসংক্রান্ত মামলায় হাজিরা দিতে রাসিফ সিলেট থেকে বাড়িতে ফিরছিল। তার কাছে একটি ছুরি পেয়েছে এ কারণে শিক্ষার্থীরা তাকে পিটিয়ে হত্যা করেছে।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, রাসিফের সঙ্গে থাকা ছুরিটি জব্দ করা হয়েছে। ছুরিটি কাপড় দিয়ে মোড়ানো ছিল। সেই কাপড়ে হালকা ভেজা রক্ত দেখা গেছে। তবে এটি কীসের রক্ত তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়।
এ ঘটনার পর মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
বরিশাল নগরীতে এক বাসযাত্রীর ব্যাগে রক্তে ভেজা কাপড়ে মোড়ানো ছুরি পাওয়ার পর তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সড়কে যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা শিক্ষার্থীরা বাস তল্লাশির সময় নগরের সিঅ্যান্ডবি সড়কের হাতেম কলেজ চৌমাথায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রাসিফ আকন (২৫)। বরগুনার বেতাগী উপজেলার ছোপখালী গ্রামের ইউনুস আকনের ছেলে। তিনি সিলেট জেলায় টিউবওয়েল শ্রমিকের কাজ করতেন বলে দাবি তাঁর পরিবারের।
শিক্ষার্থীদের দাবি, বরগুনাগামী একটি বাস তল্লাশির সময়ে যাত্রী রাসিফ আকনের ব্যাগে রক্তের দাগ লাগানো একটি ছুরি পাওয়া গেছে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পিটুনিতে তাঁর মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে বরগুনার দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে নগরের সিঅ্যান্ডবি রোড চৌমাথা অতিক্রম করার সময়ে ট্রাফিক ব্যবস্থায় নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীরা বাসটিতে তল্লাশি করে। যাত্রী রাসিফের ব্যাগে ধারালো ছুরি পেলে তাঁকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
শিক্ষার্থীদের দাবি, ধারালো অস্ত্রটিতে রক্ত লেগে ছিল। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শিক্ষার্থীদের পিটুনিতে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন রাসিফ। তাঁকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রাজিব আকন বলেন, জমিজমাসংক্রান্ত মামলায় হাজিরা দিতে রাসিফ সিলেট থেকে বাড়িতে ফিরছিল। তার কাছে একটি ছুরি পেয়েছে এ কারণে শিক্ষার্থীরা তাকে পিটিয়ে হত্যা করেছে।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, রাসিফের সঙ্গে থাকা ছুরিটি জব্দ করা হয়েছে। ছুরিটি কাপড় দিয়ে মোড়ানো ছিল। সেই কাপড়ে হালকা ভেজা রক্ত দেখা গেছে। তবে এটি কীসের রক্ত তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়।
এ ঘটনার পর মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে আতাহার মাতুব্বর নামে এক ইউপি সদস্যকে কয়েকজন চাঁদাবাজ মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। আতাহার দাবি করেন, স্থানীয় বখাটে ওসমান হাওলাদার তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা চেয়েছেন। বাধ্য হয়ে তাঁকে আড়াই লাখ টাকা দিলেও সন্তুষ্ট হননি তিনি। বাকি টাকার জন্য কয়েকজন মিলে তাঁকে মারধ
৩ মিনিট আগেশেখ হাসিনা ২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তখন স্বৈরাচারীব্যবস্থা আমাদের দেশে বিরাজমান ছিল। বিদ্যমান, নিয়ম-পদ্ধতি, প্রতিষ্ঠান, আইনকানুন শেখ হাসিনাকে স্বৈরাচারে পরিণত করেছে।
৩ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলার রাজমিস্ত্রি রাশেদের ঘরে ভূমিষ্ঠ হয়েছে নবজাতক। কিন্তু সন্তানের মুখ দেখা হলো না রাশেদের। ছেলের জন্মের মাত্র ২৪ ঘণ্টা আগে ৯তলা ভবন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন তিনি। উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের চরলাঙ্গলিয়া গ্রামে এমন বেদনাদায়ক ঘটনা ঘটেছে।
৯ মিনিট আগেজুলাই শহীদদের স্মরণে চট্টগ্রাম কলেজে ছাত্রদলের পূর্বনির্ধারিত দোয়া মাহফিল একদল শিক্ষার্থীর বাধার মুখে পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি ও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। আজ শনিবার চট্টগ্রাম সরকারি কলেজে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে