নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীতে এক বাসযাত্রীর ব্যাগে রক্তে ভেজা কাপড়ে মোড়ানো ছুরি পাওয়ার পর তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সড়কে যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা শিক্ষার্থীরা বাস তল্লাশির সময় নগরের সিঅ্যান্ডবি সড়কের হাতেম কলেজ চৌমাথায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রাসিফ আকন (২৫)। বরগুনার বেতাগী উপজেলার ছোপখালী গ্রামের ইউনুস আকনের ছেলে। তিনি সিলেট জেলায় টিউবওয়েল শ্রমিকের কাজ করতেন বলে দাবি তাঁর পরিবারের।
শিক্ষার্থীদের দাবি, বরগুনাগামী একটি বাস তল্লাশির সময়ে যাত্রী রাসিফ আকনের ব্যাগে রক্তের দাগ লাগানো একটি ছুরি পাওয়া গেছে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পিটুনিতে তাঁর মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে বরগুনার দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে নগরের সিঅ্যান্ডবি রোড চৌমাথা অতিক্রম করার সময়ে ট্রাফিক ব্যবস্থায় নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীরা বাসটিতে তল্লাশি করে। যাত্রী রাসিফের ব্যাগে ধারালো ছুরি পেলে তাঁকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
শিক্ষার্থীদের দাবি, ধারালো অস্ত্রটিতে রক্ত লেগে ছিল। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শিক্ষার্থীদের পিটুনিতে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন রাসিফ। তাঁকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রাজিব আকন বলেন, জমিজমাসংক্রান্ত মামলায় হাজিরা দিতে রাসিফ সিলেট থেকে বাড়িতে ফিরছিল। তার কাছে একটি ছুরি পেয়েছে এ কারণে শিক্ষার্থীরা তাকে পিটিয়ে হত্যা করেছে।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, রাসিফের সঙ্গে থাকা ছুরিটি জব্দ করা হয়েছে। ছুরিটি কাপড় দিয়ে মোড়ানো ছিল। সেই কাপড়ে হালকা ভেজা রক্ত দেখা গেছে। তবে এটি কীসের রক্ত তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়।
এ ঘটনার পর মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
বরিশাল নগরীতে এক বাসযাত্রীর ব্যাগে রক্তে ভেজা কাপড়ে মোড়ানো ছুরি পাওয়ার পর তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সড়কে যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা শিক্ষার্থীরা বাস তল্লাশির সময় নগরের সিঅ্যান্ডবি সড়কের হাতেম কলেজ চৌমাথায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রাসিফ আকন (২৫)। বরগুনার বেতাগী উপজেলার ছোপখালী গ্রামের ইউনুস আকনের ছেলে। তিনি সিলেট জেলায় টিউবওয়েল শ্রমিকের কাজ করতেন বলে দাবি তাঁর পরিবারের।
শিক্ষার্থীদের দাবি, বরগুনাগামী একটি বাস তল্লাশির সময়ে যাত্রী রাসিফ আকনের ব্যাগে রক্তের দাগ লাগানো একটি ছুরি পাওয়া গেছে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পিটুনিতে তাঁর মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে বরগুনার দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে নগরের সিঅ্যান্ডবি রোড চৌমাথা অতিক্রম করার সময়ে ট্রাফিক ব্যবস্থায় নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীরা বাসটিতে তল্লাশি করে। যাত্রী রাসিফের ব্যাগে ধারালো ছুরি পেলে তাঁকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
শিক্ষার্থীদের দাবি, ধারালো অস্ত্রটিতে রক্ত লেগে ছিল। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শিক্ষার্থীদের পিটুনিতে গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন রাসিফ। তাঁকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রাজিব আকন বলেন, জমিজমাসংক্রান্ত মামলায় হাজিরা দিতে রাসিফ সিলেট থেকে বাড়িতে ফিরছিল। তার কাছে একটি ছুরি পেয়েছে এ কারণে শিক্ষার্থীরা তাকে পিটিয়ে হত্যা করেছে।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, রাসিফের সঙ্গে থাকা ছুরিটি জব্দ করা হয়েছে। ছুরিটি কাপড় দিয়ে মোড়ানো ছিল। সেই কাপড়ে হালকা ভেজা রক্ত দেখা গেছে। তবে এটি কীসের রক্ত তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়।
এ ঘটনার পর মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
২৪ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৩১ মিনিট আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৩৪ মিনিট আগে