Ajker Patrika

চাপ ছাড়াই টিউবওয়েলে পানির সঙ্গে উঠছে গ্যাস, জ্বলছে আগুন

পিরোজপুর প্রতিনিধি
চাপ ছাড়াই টিউবওয়েলে পানির সঙ্গে উঠছে গ্যাস, জ্বলছে আগুন

পিরোজপুর পৌর শহরে চাপ ছাড়াই কলে পানি ও গ্যাস বের হচ্ছে একটি টিউবওয়েল দিয়ে। জ্বলছে আগুন। আর এটি দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। এ ঘটনা পিরোজপুর পৌর শহরের ঝাটকাঠির সাহেবপাড়া এলাকার সুশীল চন্দ্র শীলের বাড়ির। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাত দিন আগে সুশীল চন্দ্র শীলের বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করা হয়। এরপর থেকেই চাপ ছাড়াই টিউবওয়েল থেকে অনবরত পানি পড়ছে। একপর্যায়ে আজ শনিবার বিকেলের দিকে এক উৎসুক ব্যক্তি ওই পানিতে দেশলাইয়ের কাঠি ফেললে আগুন জ্বলে ওঠে। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়ে এবং সেখানে লোকজনের ভিড় জমে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের লোকজনও ঘটনাস্থলে আসেন।

পিরোজপুর পৌর শহরে চাপ ছাড়াই পানির সঙ্গে গ্যাস বের হওয়া গ্যাসের কারণে আগুন জ্বলছে টিউবওয়েলে। ছবি: আজকের পত্রিকাএ নিয়ে জানতে জানতে চাইলে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরিয়ম জাহান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত