Ajker Patrika

ভোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা

ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: সংগৃহীত
ভোলার বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনে বাজার মনিটরিং ও পণ্যের মান যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ মে) বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার পৌর বাজার এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুজ্জামান।

এ সময় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিরূপম সরকার সোহাগ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাছির উদ্দিনসহ থানা-পুলিশ তাঁকে সহযোগিতা করেন।

বোরহানউদ্দিন উপজেলার ইউএনও আজকের পত্রিকাকে বলেন, ‘বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিত্যপণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় নাছির স্টোরের স্বত্বাধিকারী মো. নাছির উদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া লাইসেন্স নবায়ন না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে রাখার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মেসার্স রহমান মেডিকেলের স্বত্বাধিকারী আতিকুর রহমান সবুজকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং এসএস মেডিকেল সার্ভিসেস সেন্টারের ল্যাবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা ও সেবার মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২-এর সংশ্লিষ্ট ধারায় এসএস মেডিকেল সার্ভিসেস সেন্টারের ম্যানেজারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত