Ajker Patrika

বিদ্যমান আইন শেখ হাসিনাকে স্বৈরাচার করেছে: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে সুজনের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বদিউল আলম মজুমদার। ছবি: আজকের পত্রিকা
বরিশালে সুজনের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বদিউল আলম মজুমদার। ছবি: আজকের পত্রিকা

দেশে বিদ্যমান নিয়ম-পদ্ধতি, প্রতিষ্ঠান আইনকানুন শেখ হাসিনাকে স্বৈরাচারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ও ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার।

সুজন সম্পাদক বলেন,শেখ হাসিনা ২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তখন স্বৈরাচারীব্যবস্থা আমাদের দেশে বিরাজমান ছিল। বিদ্যমান, নিয়ম-পদ্ধতি, প্রতিষ্ঠান, আইনকানুন শেখ হাসিনাকে স্বৈরাচারে পরিণত করেছে।

এখন অন্তর্বর্তী সরকারের একটা দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন করা। একই সঙ্গে যেসব নিয়মনীতি, প্রতিষ্ঠান শেখ হাসিনাকে স্বৈরাচার করেছে, সেগুলো সংস্কার করা। গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতনে রাষ্ট্র কাঠামো সংস্কারের বড় সুযোগ হয়েছে।

আজ শনিবার বরিশাল নগরীর একটি ক্লাব মিলনায়তনে বিভাগের জেলা ও উপজেলা সুজনের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, ‘ঐকমত্য পরিষদ সংস্কারের যে সুপারিশগুলো করছে আশা করি, সেটি একটি জাতীয় সনদে পরিণত হবে। সব রাজনৈতিক দল সেগুলো মেনে চলবে। একই বিষয়ে জনগণের মতামত নেওয়া হচ্ছে। সেগুলো ঐকমত্য কমিশনে পেশ করা হবে। এতে জাতীয় সনদে নাগরিকদের মতামত প্রতিফলিত হবে। এর ভিত্তিতে নির্বাচন হলে দেশ টেকসই গণতন্ত্রে উত্তরণ হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত