Ajker Patrika

খাবার খাওয়ার সময় বাসচাপায় শ্রমিক দল কর্মীর মৃত্যু, মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বরিশালের উজিরপুরে মহাসড়কের পাশে বসে খাবার খাওয়ার সময় বাসচাপায় মানিক গাজী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

আজ বৃহস্পতিবার উপজেলার পূর্ব ধামসর সোনার বাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানিক গাজী উজিরপুরের পশ্চিম ওটরা গ্রামের বাসিন্দা। তিনি মে দিবস উপলক্ষে বরিশালে শ্রমিক দলের সমাবেশ শেষে উজিরপুরে ফিরে মহাসড়কের পাশে বসে প্যাকেট খাবার খাচ্ছিলেন বলে জানা গেছে।

উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

গৌরনদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

থানা–পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল মহানগরীতে শ্রমিক দলের মে দিবসের সমাবেশ শেষে উজিরপুরে ফিরে মহাসড়কের পাশে অন্যদের সঙ্গে বসে প্যাকেট খাবার খাচ্ছিলেন মানিক। এ সময় ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মানিককে পেছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিক্ষুব্ধ জনতা ধাওয়া করে বীর মুক্তিযোদ্ধা মেজর এম এস জলিল সেতুর কাছাকাছি এলাকা থেকে বাসটি পুলিশের কাছে হস্তান্তর করে। তবে চালক ও হেলপারকে আটক করা যায়নি।

উত্তেজিত জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বেলা ৩টা পর্যন্ত বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উজিরপুর মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারত-পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত