Ajker Patrika

ট্রাকচাপায় বরিশাল মেডিকেল কলেজের ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৯: ২৫
Thumbnail image

বরিশালে ট্রাকচাপায় নিহত হয়েছেন শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) ছাত্র তৌফিক আহমেদ শুভ (২৩)। গতকাল সোমবার রাত ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরিশাল নগরীর সিঅ্যান্ডবি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

শুভ ইজিবাইকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। তিনি শেবাচিমের চতুর্থ বর্ষের ছাত্র এবং বাকেরগঞ্জ উপজেলার গোমা এলাকার মো. মতিউর রহমানের ছেলে। 

প্রত্যক্ষদর্শীর বরাতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম জানান, সিঅ্যান্ডবি সড়কে বৈদ্যপাড়া গলির মুখে মহাসড়কের মাঝ বরাবর গতিরোধক রয়েছে। সম্প্রতি বর্ধিত করা দুপাশে গতিরোধক নেই। পানির ট্যাংকবাহী ট্রাকটি গতিরোধক এড়াতে রং সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করলে ইজিবাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। তখন যাত্রী শুভ ছিটকে নিচে পড়লে মাথা ট্রাকের চাকার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রাকের চালককে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত