Ajker Patrika

পরিবহন সংকট নিরসন দাবতে বিএম কলেজে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
পরিবহন সংকট নিরসন দাবতে বিএম কলেজে বিক্ষোভ মিছিল

পরিবহন সংকট নিরসনের দাবিতে রোববার বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। জেলার বাকেরগঞ্জের বাসিন্দা এ শিক্ষার্থীরা দাবি করেন, সপ্তাহে যত দিন ক্লাস চলবে তত দিন কলেজ বাসও চলবে। তাদের অভিযোগ, এ রুটের বাস অন্য রুটে চালানোও তাদের দুর্ভোগে পড়তে হচ্ছে। এদিকে কোনো রকম জোড়াতালি দিয়ে চলছে স্বরূপকাঠি রুটে পরিবহন বাস। 

কলেজে সূত্রে জানা গেছে, বিএম কলেজের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর জন্য পরিবহন বাস রয়েছে মাত্র তিনটি। এ বাস তিনটি ঝালকাঠি, গৌরনদী ও বাকেরগঞ্জ রুটে চলাচল করে। অন্যদিকে স্বরূপকাঠি রুটে বাস চলাচল বন্ধ থাকায় সম্প্রতি শিক্ষার্থীরা এ রুটে বাস চলাচল দাবিতে আন্দোলন করে। পরে ঝালকাঠি, গৌরনদী ও বাকেরগঞ্জ রুটে একদিন করে বাস চলাচল বন্ধ রেখে ওই সব দিন স্বরূপকাঠি রুটে চলাচলের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। কিন্তু এতে সব রুট সপ্তাহে ৫ দিন সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার কয়েক শ ছাত্রছাত্রী ক্যাম্পাসে বিক্ষোভ ও মিছিল করেছে। 

বাকেরগঞ্জ রুটের শিক্ষার্থীরা জানান, তাদের রুটে কলেজ বাস আগে সপ্তাহে পাঁচ দিন চলত। হঠাৎ কলেজ প্রশাসন এক নোটিশ দিয়ে বলে সপ্তাহে চার দিন চলবে বাস। বাকি একদিন স্বরূপকাঠি রোডে চলবে। আমরা কলেজ প্রশাসনের এমন সিদ্ধান্ত মানি না। আমরা সপ্তাহে পাঁচ দিন বাস চাই। এদিকে বাকেরগঞ্জ ও ঝালকাঠী রুটের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাদের বাসে ফ্যান চলে না। 

বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আমিনুল হক বলেন, বিএম কলেজে পরিবহন সংকটের সমস্যা দীর্ঘ দিনের। এ সংকটের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় জানানো হয়েছে। আশা করছি শিগগিরই পরিবহন সংকট নিরসন হবে। 

এদিকে পদার্থবিজ্ঞান বিভাগের কক্ষ সংকট এবং সংস্কার দাবিতে শিক্ষার্থীরা একইদিন বিক্ষোভ করেছে। তারা দীর্ঘদিন ধরে ভোগ করা এ কষ্টের অবসান চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত