পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতিকে এক বছর ও সাধারণ সম্পাদককে দুই বছর একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকা এবং উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। হোস্টেলে গণপূর্ত বিভাগের মালামাল সরবরাহ কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের এই শাস্তি দেয় কলেজ কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থাপিত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত শাখা ছাত্রলীগ সভাপতির মো. সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইফাদুল ইসলাম।
পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের আওতায় সম্প্রতি ছাত্র ও ছাত্রী হোস্টেলে কাঠের আসবাবপত্র সেটিং ও ফিটিংয়ে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন। এতে একাধিকবার ঢাকা থেকে আগত টেকনিশিয়ানরা ফেরত যেতে বাধ্য হন। ছাত্রলীগের চাঁদা দাবির ঘটনায় আসবাব সরবরাহের জন্য সরকারি প্রতিষ্ঠান ঢাকাস্থ গণপূর্ত কাঠের কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম গত ৯ জুলাই পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইফাদুল ইসলাম বলেন, তাঁরা ষড়যন্ত্রের শিকার। মিথ্যা ও বানোয়াট অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা একতরফা।
এ ব্যাপারে মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান শাহিন বলেন, ‘গতকাল একাডেমিক কাউন্সিলের সভায় হোস্টেলে মালামাল সরবরাহে বাধা এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। ছাত্রলীগের সভাপতি মো. সাদিককে এক বছর ও সাধারণ সম্পাদক ইফাদুল ইসলামকে দুই বছর একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা এবং উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে।’
পটুয়াখালী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতিকে এক বছর ও সাধারণ সম্পাদককে দুই বছর একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকা এবং উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। হোস্টেলে গণপূর্ত বিভাগের মালামাল সরবরাহ কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের এই শাস্তি দেয় কলেজ কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থাপিত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত শাখা ছাত্রলীগ সভাপতির মো. সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইফাদুল ইসলাম।
পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের আওতায় সম্প্রতি ছাত্র ও ছাত্রী হোস্টেলে কাঠের আসবাবপত্র সেটিং ও ফিটিংয়ে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন। এতে একাধিকবার ঢাকা থেকে আগত টেকনিশিয়ানরা ফেরত যেতে বাধ্য হন। ছাত্রলীগের চাঁদা দাবির ঘটনায় আসবাব সরবরাহের জন্য সরকারি প্রতিষ্ঠান ঢাকাস্থ গণপূর্ত কাঠের কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম গত ৯ জুলাই পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইফাদুল ইসলাম বলেন, তাঁরা ষড়যন্ত্রের শিকার। মিথ্যা ও বানোয়াট অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা একতরফা।
এ ব্যাপারে মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান শাহিন বলেন, ‘গতকাল একাডেমিক কাউন্সিলের সভায় হোস্টেলে মালামাল সরবরাহে বাধা এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। ছাত্রলীগের সভাপতি মো. সাদিককে এক বছর ও সাধারণ সম্পাদক ইফাদুল ইসলামকে দুই বছর একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা এবং উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে।’
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর মহানগরীর গাছা থানার তিনটি হত্যা মামলায় শেখ হাসিনা সরকারের ৫ মন্ত্রী ও এক সেনা কর্মকর্তাকে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসামি গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন।
৩ মিনিট আগেনেত্রকোনার বারহাট্টায় ইউনুস নামে তিন বছর বয়সী এক শিশু বাড়ির পাশে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেনোয়াখালী সুবর্ণচরে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
১ ঘণ্টা আগেমুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির দিন পিছিয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আগামী ৬ মে শুনানির দিন ধার্য করেছেন।
১ ঘণ্টা আগে