Ajker Patrika

ভোলায় ইউপি প্রশাসকের কক্ষে তালা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

শিমুল চৌধুরী, ভোলা 
আপডেট : ২২ মে ২০২৫, ২১: ১৫
ইউপি প্রশাসকের কক্ষে তালা। ছবি: সংগৃহীত
ইউপি প্রশাসকের কক্ষে তালা। ছবি: সংগৃহীত

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের কক্ষে তালা মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভিজিডি ও ভিজিএফ কার্ডের দাবিতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন সাঝী এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ করা হয়েছে।

অভিযোগের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার পরির্দশক (তদন্ত) শংকর তালুকদার।

জানা গেছে, গত মঙ্গলবার (২০ মে) বিকেলে আলীনগর ইউনিয়নের ভিজিএফ ও ভিজিডি কার্ডের তালিকা ও বিতরণ নিয়ে একটি সভা করেন ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে। এ সময় আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় আলীনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন সাঝী নিজে একাই অন্তত ১৫০টি ভিজিএফ ও ভিজিডি কার্ড দাবি করেন। এতে অপারগতা প্রকাশ করায় ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক তুষার কান্তি দেকে অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন মাইনুদ্দিন সাঝী।

এরপর মঙ্গলবার রাতে ওই ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরদিন স্থানীয় কিছু লোকজনকে দিয়ে ঝাড়ু মিছিলও বের করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে আলীনগর ইউনিয়ন পরিষদে গিয়ে ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের কক্ষটি তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে।

পাশেই ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমান তাঁর কক্ষে বসে অফিস করছেন।

জানতে চাইলে প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে আলীনগর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের কক্ষে প্রশাসক তুষার কান্তি দে ভিজিডি ও ভিজিএফ কার্ডের তালিকা ও বিতরণ নিয়ে স্থানীয় লোকদের সঙ্গে সভা করেন।

ওই সভায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন সাঝী ও তাঁর লোকজন তুষার কান্তি দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

এ বিষয়ে আলীনগর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে বলেন, ‘মঙ্গলবার বিকেলে আলীনগর ইউনিয়নের ভিজিএফ ও ভিজিডি কার্ড বিতরণ নিয়ে ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জনপ্রতিনিধিদের উপস্থিততে একটি সভা আহ্বান করি। ওই সভায় অতিরিক্ত ভিজিডি ও ভিজিএফ কার্ড দাবি করেন মাইনুদ্দিন সাঝী। এ নিয়ে মাইনুদ্দিন ও তাঁর লোকজন হট্টগোল করেন।

পরে জানতে পারি, কে বা কারা মঙ্গলবার রাতে আমার ওই কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। বিষয়টি আমি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তাঁর পরামর্শে গতকাল দুপুরে থানায় একটি অভিযোগ (জিডি) করি।’

এ বিষয়ে আলীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মো. আব্দুল হাই বলেন, ‘আমাদের উপস্থিতিতে মাইনুদ্দিন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের কাছে নিজে একাই ১৫০ কার্ড দাবি করেন। প্রশাসক তুষার কান্তি দে এতে রাজি না হওয়ায় তাঁকে বিভিন্নভাবে হুমকি দেন।’

জানতে চাইলে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিষয়টি জানার পর থানায় অভিযোগ করতে বলেছি এবং গতকাল একটি অভিযোগ করা হয়েছে।’

ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শংকর তালুকদার বলেন, এ বিষয়ে গতকাল দুপুরে ভোলা সদর মডেল থানায় একটি জিডি করা হয়েছে। আলীনগর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমান এ জিডি করেন। তবে জিডিতে কারোর নাম উল্লেখ করা হয়নি।

অভিযোগ অস্বীকার করে আলীনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন সাঝী বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষ এ প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ওই সভায় আমি উপস্থিত থাকলেও আমি কিংবা আমার লোকজন কিছু করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নানা গুঞ্জনের মধ্যে ড. ইউনূসের সঙ্গে নাহিদের সাক্ষাৎ

অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান

জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী

বিচারব্যবস্থার সংস্কার বাদ দিয়ে আ.লীগ সমর্থকদের অধিকার দমনের চেষ্টায় ড. ইউনূসের সরকার: এইচআরডব্লিউ

যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত