Ajker Patrika

লাশবাহী ফ্রিজার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
লাশবাহী ফ্রিজার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

বরিশালের গৌরনদীতে লাশবাহী ফ্রিজার পিকআপ থেকে ১০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় পিকআপটি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী-বাঘমারা সড়কের মোড়ের ফেরদৌস সরদারের বাড়ির কাছ থেকে তাঁদের আটক করা হয়।

আটক পিকআপচালক সাগর দাস (২৬) ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়া গ্রামের এবং তাঁর সহকারী আব্দুল্লাহ আল-রাফি (২১) একই গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় বরিশাল ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবীর বাদী হয়ে আটক দুজনকে আসামি করে আজ সোমবার সকালে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আজ সোমবার ভোরে পুলিশ ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগ বার্থী-বাঘমারা সড়কের মোড়ে ফেরদৌস সরদারের বাড়ির কাছে পিকআপে তল্লাশি চালায়। এ সময় ১০ কেজি গাঁজা উদ্ধারসহ পিকআপচালক ও তাঁর সহকারীকে আটক করা হয়।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় বরিশাল ডিবি পুলিশের পক্ষ থেকে লাশবাহী ফ্রিজার গাড়ির চালক ও তাঁর সহকারীকে আসামি করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত