Ajker Patrika

বৈরী আবহাওয়া: মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা, খোলা প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বৈরী আবহাওয়া: মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা, খোলা প্রাথমিক বিদ্যালয়

তীব্র শীতের পাশাপাশি বরিশাল নগরীতে বৃষ্টি হয়েছে। যে কারণে সরকারের নির্দেশে মাধ্যমিক বিদ্যালয় আজ বৃহস্পতিবার বন্ধের ঘোষণা দেয়া হয়। অথচ প্রাথমিক বিদ্যালয় খোলা। যে কারণে চরম বিপাকে কোমলমতি শিশু ও অভিভাবকেরা। 

নগরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, সেগুলোয় নামেমাত্র ক্লাস চলছে। বৃষ্টি আর শীতে শিশু শিক্ষার্থীর উপস্থিতিও কম। অনেকে আবার শীতজনিত নানা রোগে এরই মধ্যে আক্রান্ত হয়েছে। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অবশ্য এজন্য জেলা শিক্ষা অফিসকে দুষছেন। 

বরিশাল জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘স্কুল বন্ধের কোনো নির্দেশনা তারা পাননি।’

বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন বলেন, ‘সরকারের নির্দেশনা তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে বিদ্যালয় বন্ধ রাখতে হবে। বিভাগের কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে ছিল না। এজন্য স্কুল বন্ধ করা হয়নি।’ 

তবে জেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘তাপমাত্রা হ্রাস ও বৈরী আবহাওয়া বিরাজ করায় মাধ্যমিক শ্রেণির সব বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।’
 
বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ বশির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে তাপমাত্রা রয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির ছিল নগরে দিনভর।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত