Ajker Patrika

ভোলায় কোস্টগার্ডের অভিযান, অস্ত্রসহ আটক ১০ জলদস্যু

ভোলা প্রতিনিধি
ভোলায় কোস্টগার্ডের অভিযান, অস্ত্রসহ আটক ১০ জলদস্যু

ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটকরা সাতক্ষীরা ও খুলনা জেলার বাসিন্দা। গতকাল মঙ্গলবার রাতে ভোলার চরফ্যাশন উপজেলার চরপিয়াল এলাকা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল মঙ্গলবার রাতে ভোলার চরফ্যাশন উপজেলার চরপিয়াল এলাকা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ঘটনাস্থল থেকে ১০ জলদস্যুকে আটক করা হয়।

আটকরা হলেন-সিদ্দিকুর রহমান (৫৫), আবুল হোসেন (৪৫), আ. মান্নান (৪২), আবুল হেসেন সরদার (৫০), গোলাম বারী গাজী (৪৪), সবুজ হোসেন (৩৯), কেরামত কারিকর (৫৫), নুরুল ইসলাম খোকন, আ. মালেক (৫০) ও আইয়ুব আলী মোল্লা (৬৪)। এ সময় এপ বি শিবসা নামক জলদস্যুদের কাজে ব্যবহৃত একটি দ্রুতগামী ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।

খবরের সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল জানান, আটক জলদস্যুদের ও জব্দকৃত মালামাল চরফ্যাশনের দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত