নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেরেবাংলা হলে ছাত্রলীগের একপক্ষের নেতা-কর্মীদের কক্ষে ঢুকে আসবাব ফেলে দিয়েছেন আরেক পক্ষের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে শেরেবাংলা হলের ৪০২১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
নেতা-কর্মীদের দাবি—ওই কক্ষটিতে অবৈধভাবে অছাত্ররা থাকছেন, এমন খবর পেয়ে তাঁরা এটি ঘটিয়েছেন। ওই কক্ষ থেকে জিআই পাইপ ও একটি বেসবল উদ্ধার করা হয়ে বলেও দাবি তাঁদের।
বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আরাফাত-রিদম গ্রুপের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। ওই কক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম ও তাঁর অনুসারীরা থাকতেন। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে এই দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। আরাফাত মেয়র খোকন সেরনিয়াবাত অনুসারী এবং রক্তিম প্রতিমন্ত্রী জাহিদ ফারুক অনুসারী হিসেবে ক্যাম্পাসে তৎপর রয়েছে।
নাম না প্রকাশ করার শর্তে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাধিক কর্মী আজকের পত্রিকাকে জানান, গতকাল সোমবার রাতে হলে রক্তিম অনুসারী ছাত্রলীগ কর্মী লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রসেনজিৎ ও বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের এক শিক্ষার্থীর মধ্যে মারামারি ঘটনা ঘটে। সেই মারামারি ঘটনার সূত্র ধরেই আজ আরাফাত রিদম ও শান্ত গ্রুপের নেতা–কর্মীরা শেরেবাংলা হলের ৪০২১ নম্বর কক্ষে হামলা চালিয়েছেন।
শেরেবাংলা হলের একাধিক আবাসিক শিক্ষার্থী ও ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, আজ বেলা ৩টার দিকে ছাত্রলীগ নেতা আরাফাত, শান্তসহ আরও ছয়-সাতজন ৪০২১ নম্বর কক্ষটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তাঁরা ভেতরের বিছানাপত্র বাইরে ছুড়ে ফেলে দেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আরাফাত বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ছিনতাইসহ তাঁর নামে একাধিক মামলা রয়েছে। তিনি একাধিকবার জেলও খেটেছে। অপর দিকে অমিত হাসান রক্তিম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। রক্তিমের পড়াশোনা শেষ হলেও তিনি তাঁর অনুসারীদের নিয়ে ওই কক্ষটিতে অবস্থান করতেন।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম ওই কক্ষে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। তারা (আরাফাত-রিদম গ্রুপ) আমার দুই ছোট ভাই প্রসেনজিৎ ও লিটনকে মারধর করেছে।’
অপর দিকে ছাত্রলীগ কর্মী আরাফাত আজকের পত্রিকাকে জানান, কিছু অছাত্র শেরেবাংলা হলের ৪০২১ নম্বর কক্ষে অবস্থান করছেন বলে জানার পর তাঁরা সেই কক্ষে যান। ওই কক্ষ তল্লাশি করে তাঁরা দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন বলে দাবি করেছেন।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে প্রাধ্যক্ষ ড. আব্দুল বাতেন চৌধুরী জানান, তিনি বিষয়টি জানেন না, হলে গিয়ে খোঁজ নিয়ে জানাবেন।
তবে ছাত্রলীগ কর্মীদের কক্ষ তল্লাশি করা প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো ধরনের অভিযোগ থাকলে, সেটি হল প্রশাসনকে অবহিত করতে হবে। কেউ নিজে থেকে এভাবে হলের কক্ষে তল্লাশি করতে পারে না। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেরেবাংলা হলে ছাত্রলীগের একপক্ষের নেতা-কর্মীদের কক্ষে ঢুকে আসবাব ফেলে দিয়েছেন আরেক পক্ষের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে শেরেবাংলা হলের ৪০২১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
নেতা-কর্মীদের দাবি—ওই কক্ষটিতে অবৈধভাবে অছাত্ররা থাকছেন, এমন খবর পেয়ে তাঁরা এটি ঘটিয়েছেন। ওই কক্ষ থেকে জিআই পাইপ ও একটি বেসবল উদ্ধার করা হয়ে বলেও দাবি তাঁদের।
বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আরাফাত-রিদম গ্রুপের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। ওই কক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম ও তাঁর অনুসারীরা থাকতেন। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে এই দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। আরাফাত মেয়র খোকন সেরনিয়াবাত অনুসারী এবং রক্তিম প্রতিমন্ত্রী জাহিদ ফারুক অনুসারী হিসেবে ক্যাম্পাসে তৎপর রয়েছে।
নাম না প্রকাশ করার শর্তে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাধিক কর্মী আজকের পত্রিকাকে জানান, গতকাল সোমবার রাতে হলে রক্তিম অনুসারী ছাত্রলীগ কর্মী লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রসেনজিৎ ও বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের এক শিক্ষার্থীর মধ্যে মারামারি ঘটনা ঘটে। সেই মারামারি ঘটনার সূত্র ধরেই আজ আরাফাত রিদম ও শান্ত গ্রুপের নেতা–কর্মীরা শেরেবাংলা হলের ৪০২১ নম্বর কক্ষে হামলা চালিয়েছেন।
শেরেবাংলা হলের একাধিক আবাসিক শিক্ষার্থী ও ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, আজ বেলা ৩টার দিকে ছাত্রলীগ নেতা আরাফাত, শান্তসহ আরও ছয়-সাতজন ৪০২১ নম্বর কক্ষটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তাঁরা ভেতরের বিছানাপত্র বাইরে ছুড়ে ফেলে দেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আরাফাত বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ছিনতাইসহ তাঁর নামে একাধিক মামলা রয়েছে। তিনি একাধিকবার জেলও খেটেছে। অপর দিকে অমিত হাসান রক্তিম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। রক্তিমের পড়াশোনা শেষ হলেও তিনি তাঁর অনুসারীদের নিয়ে ওই কক্ষটিতে অবস্থান করতেন।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম ওই কক্ষে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। তারা (আরাফাত-রিদম গ্রুপ) আমার দুই ছোট ভাই প্রসেনজিৎ ও লিটনকে মারধর করেছে।’
অপর দিকে ছাত্রলীগ কর্মী আরাফাত আজকের পত্রিকাকে জানান, কিছু অছাত্র শেরেবাংলা হলের ৪০২১ নম্বর কক্ষে অবস্থান করছেন বলে জানার পর তাঁরা সেই কক্ষে যান। ওই কক্ষ তল্লাশি করে তাঁরা দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন বলে দাবি করেছেন।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে প্রাধ্যক্ষ ড. আব্দুল বাতেন চৌধুরী জানান, তিনি বিষয়টি জানেন না, হলে গিয়ে খোঁজ নিয়ে জানাবেন।
তবে ছাত্রলীগ কর্মীদের কক্ষ তল্লাশি করা প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো ধরনের অভিযোগ থাকলে, সেটি হল প্রশাসনকে অবহিত করতে হবে। কেউ নিজে থেকে এভাবে হলের কক্ষে তল্লাশি করতে পারে না। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক মারা গেছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার রহিম উল্লাহর ছেলে...
৩ মিনিট আগেভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
৩০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
৩৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৪০ মিনিট আগে