Ajker Patrika

আড়ার সঙ্গে ঝুলছিলেন মা, নিচে কাঁদছিল ৪ মাসের শিশু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটায় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া এক গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। এ সময় মেঝেতে শুয়ে কাঁদছিল তাঁর চার মাস বয়সী শিশুসন্তান।

নিহত নারীর নাম সিনথিয়া (২১)। তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের টেংরা গ্রামের মোহাম্মদ আলিফের মেয়ে ও দক্ষিণ পাথরঘাটা গ্রামের হাসিবের স্ত্রী। পুলিশ আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে শ্বশুরবাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে। সেই সঙ্গে তাঁর স্বামী হাসিব ও শ্বশুর জাকির শিকদারকে আটক করেছে।

পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াকুব আলী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে হাসিব ও সিনথিয়ার বিয়ে হয়। শুরুর দিকে তাঁদের ভালো সম্পর্ক থাকলেও সম্প্রতি দাম্পত্য কলহ দেখা দেয়।

এক প্রতিবেশী নারী বলেন, ‘সন্ধ্যায় সিনথিয়ার চার মাস বয়সী মেয়ের কান্না শুনে তাঁদের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি মেয়েটি মাটিতে শুয়ে কাঁদছে আর সিনথিয়া গলায় ফাঁস দিয়ে আড়ার সঙ্গে ঝুলছে।’

সিনথিয়ার বাবার দাবি, তাঁর মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন মেরে ঝুলিয়ে রেখেছে। তিনি মেয়ে হত্যার বিচার দাবি করেন।

পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) ইয়াকুব বলেন, ‘সিনথিয়ার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সিনথিয়ার স্বামী হাসিব ও তাঁর শ্বশুর জাকিরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

টিকটকে প্রেম, বিয়ের প্রতিশ্রুতিতে রাঙামাটিতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত