পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া এক গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। এ সময় মেঝেতে শুয়ে কাঁদছিল তাঁর চার মাস বয়সী শিশুসন্তান।
নিহত নারীর নাম সিনথিয়া (২১)। তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের টেংরা গ্রামের মোহাম্মদ আলিফের মেয়ে ও দক্ষিণ পাথরঘাটা গ্রামের হাসিবের স্ত্রী। পুলিশ আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে শ্বশুরবাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে। সেই সঙ্গে তাঁর স্বামী হাসিব ও শ্বশুর জাকির শিকদারকে আটক করেছে।
পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াকুব আলী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে হাসিব ও সিনথিয়ার বিয়ে হয়। শুরুর দিকে তাঁদের ভালো সম্পর্ক থাকলেও সম্প্রতি দাম্পত্য কলহ দেখা দেয়।
এক প্রতিবেশী নারী বলেন, ‘সন্ধ্যায় সিনথিয়ার চার মাস বয়সী মেয়ের কান্না শুনে তাঁদের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি মেয়েটি মাটিতে শুয়ে কাঁদছে আর সিনথিয়া গলায় ফাঁস দিয়ে আড়ার সঙ্গে ঝুলছে।’
সিনথিয়ার বাবার দাবি, তাঁর মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন মেরে ঝুলিয়ে রেখেছে। তিনি মেয়ে হত্যার বিচার দাবি করেন।
পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) ইয়াকুব বলেন, ‘সিনথিয়ার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সিনথিয়ার স্বামী হাসিব ও তাঁর শ্বশুর জাকিরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।’
বরগুনার পাথরঘাটায় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া এক গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। এ সময় মেঝেতে শুয়ে কাঁদছিল তাঁর চার মাস বয়সী শিশুসন্তান।
নিহত নারীর নাম সিনথিয়া (২১)। তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের টেংরা গ্রামের মোহাম্মদ আলিফের মেয়ে ও দক্ষিণ পাথরঘাটা গ্রামের হাসিবের স্ত্রী। পুলিশ আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে শ্বশুরবাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে। সেই সঙ্গে তাঁর স্বামী হাসিব ও শ্বশুর জাকির শিকদারকে আটক করেছে।
পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াকুব আলী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে হাসিব ও সিনথিয়ার বিয়ে হয়। শুরুর দিকে তাঁদের ভালো সম্পর্ক থাকলেও সম্প্রতি দাম্পত্য কলহ দেখা দেয়।
এক প্রতিবেশী নারী বলেন, ‘সন্ধ্যায় সিনথিয়ার চার মাস বয়সী মেয়ের কান্না শুনে তাঁদের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি মেয়েটি মাটিতে শুয়ে কাঁদছে আর সিনথিয়া গলায় ফাঁস দিয়ে আড়ার সঙ্গে ঝুলছে।’
সিনথিয়ার বাবার দাবি, তাঁর মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন মেরে ঝুলিয়ে রেখেছে। তিনি মেয়ে হত্যার বিচার দাবি করেন।
পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) ইয়াকুব বলেন, ‘সিনথিয়ার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সিনথিয়ার স্বামী হাসিব ও তাঁর শ্বশুর জাকিরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।’
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
১৭ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
১৯ মিনিট আগেআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
২৯ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিদের (৭) লাশ উদ্ধার করা হয়েছে।
৩২ মিনিট আগে