থানচি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের রোয়াংছড়ির গহিন অরণ্যে গোলাগুলির ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শুক্রবার ভোরে রোয়াংছড়ির সেনাক্যাম্প থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খামতাং প্রাংসাপাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছ।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, আটজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন ভানু দু বম (৩৫), সাং খুম বম (৪৫), সান ফির থান বম (২২), বয় রেম বম (১৭), জাহিম বম (৪৫), লাল লিয়ান ঙাক বম (৪৪), লাল ঠা জার বম (২৭)।
ওসি মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে। তাঁরা সবাই কেএনএফ সশস্ত্র দলের বলে প্রাথমিকভাবে ধরা হচ্ছে।
কেএনএফ এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘটনার সত্যতা স্বীকার করলেও মৃতদেহগুলো তাদের নয় বলে জানিয়েছে।
তবে এলাকাবাসী জানিয়েছে, নিহতরা সবাই বম সম্প্রদায়ের, তাঁরা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্য। কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী ও ইউপিডিএফের (গণতান্ত্রিক) মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে বলে তাঁদের ধারণা।
সংঘাতময় পরিস্থিতিতে খামতাং প্রাংসাপাড়ার ৪৫টি পরিবারে ১৭৪ জন বাসিন্দাকে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে নিয়ে রেখেছে প্রশাসন। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তাঁদের সেখানে রাখা হবে বলে স্থানীয় সাংবাদিকেরা জানান।
রোয়াংছড়ির ওসি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বান্দরবানের রোয়াংছড়ির গহিন অরণ্যে গোলাগুলির ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শুক্রবার ভোরে রোয়াংছড়ির সেনাক্যাম্প থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খামতাং প্রাংসাপাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছ।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, আটজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন ভানু দু বম (৩৫), সাং খুম বম (৪৫), সান ফির থান বম (২২), বয় রেম বম (১৭), জাহিম বম (৪৫), লাল লিয়ান ঙাক বম (৪৪), লাল ঠা জার বম (২৭)।
ওসি মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে। তাঁরা সবাই কেএনএফ সশস্ত্র দলের বলে প্রাথমিকভাবে ধরা হচ্ছে।
কেএনএফ এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘটনার সত্যতা স্বীকার করলেও মৃতদেহগুলো তাদের নয় বলে জানিয়েছে।
তবে এলাকাবাসী জানিয়েছে, নিহতরা সবাই বম সম্প্রদায়ের, তাঁরা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্য। কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী ও ইউপিডিএফের (গণতান্ত্রিক) মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে বলে তাঁদের ধারণা।
সংঘাতময় পরিস্থিতিতে খামতাং প্রাংসাপাড়ার ৪৫টি পরিবারে ১৭৪ জন বাসিন্দাকে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে নিয়ে রেখেছে প্রশাসন। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তাঁদের সেখানে রাখা হবে বলে স্থানীয় সাংবাদিকেরা জানান।
রোয়াংছড়ির ওসি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নদীবেষ্টিত এলাকা পটুয়াখালী পৌরসভায় দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের সঞ্চালন লাইনের পানির ওপর নির্ভরশীল হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দিন দিন তীব্র হচ্ছে পানির সংকট।
৬ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দি উপজেলার গোলাপের চর গ্রামের একমাত্র সেতুটি ৩০ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পর বর্তমানে চরম নাজুক দশায় পৌঁছেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তৈরি করা ৩০ ফুট দীর্ঘ সেতুটির পিলার থেকে মাটি সরে যাওয়া এবং দেবে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বাঁশের খুঁটি দিয়ে কোনোমতে যান..
৯ মিনিট আগেরশুনিয়া ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা আনোয়ার খান বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু রাতের বেলায় পুরো রাস্তা অন্ধকারে থাকে। শীতের সময় কুয়াশা পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। তাই দ্রুত সড়কবাতি স্থাপন করা প্রয়োজন।
৩৪ মিনিট আগেঅর্থনীতির টালমাটাল অবস্থায় ব্যবসায়ী, রপ্তানিকারকেরা যখন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই করছেন, ঠিক তখনই চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানো হলো। ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও এ মাশুল ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এ অবস্থায় গতকাল শনিবার কনটেইনার পরিবহন বন্ধ করে বন্দরের কার্যক্রম থমকে দিয়েছেন...
৫ ঘণ্টা আগে