Ajker Patrika

এনসিপির সমাবেশে হামলা: বাগেরহাটে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

বাগেরহাট প্রতিনিধি
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে বাগেরহাটে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। আজ বুধবার বিকেলে। ছবি: আজকের পত্রিকা
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে বাগেরহাটে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। আজ বুধবার বিকেলে। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। আজ বুধবার (১৬ জুলই) বিকেলে বাগেরহাট শহরের দশানি ট্রাফিক মোড়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে তাঁরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র সংসদ ও এনসিপির স্থানীয় নেতা-কর্মীরা মিলে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। তাঁদের অভিযোগ, শান্তিপূণ পদযাত্রা শেষে গোপালগঞ্জ শহর ছাড়ার সময় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের লোকজন এনসিপির গাড়িবহরে হামলা চালান। এতে পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. শফিউল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এম এ সাদ্দাম, যুগ্ম সদস্যসচিব শেখ বাদশা, মুখপাত্র আব্দুল্লাহ আল রোমানসহ অনেকেই। তাঁরা গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানান। এ ছাড়া শহরের মাজার মোড় এলাকায় একই ধরনের কর্মসূচি পালন করেছেন নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

বিরল খনিজ ও তোষামোদের কূটনীতি: পাকিস্তান দেখাল কীভাবে ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত