হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় মিলা আক্তার (১৩) নামে এক মানসিক ও দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরীর ছয়তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় তারা থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলা পরিষদ গেটসংলগ্ন সিটি মার্কেটে এ ঘটনা ঘটে।
মিলা আক্তার উপজেলা সদরের খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিপ্রাপ্ত ছিল। মিলা উপজেলার মহিষমারী গ্রামের মিজান সরকারের মেয়ে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাদলুল আজিম আবরার আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ছাদ থেকে পড়ার কারণে তার থুতনি ও পায়ে আঘাতের চিহ্ন ছিল।’
স্থানীয়রা বলছেন, তার মা মরিয়ম এই বিল্ডিংয়ে অবস্থিত একটি প্রাইভেট হাসপাতালে সেবিকার চাকরি করেন। এর ওপরতলায় তাদের বাসা ছিল। সে কারণেই মিলা দুপুরে ছাদে যায় এবং সেখান থেকে পড়ে যায়।
মিলার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মিলা মাঝেমধ্যে এলোমেলো কথাবার্তা বলত। পরিচিতজনদের মতে, তার চিকিৎসা চলছিল এবং সে চুপচাপ থাকত। মাঝেমধ্যে খুব বেশি উত্তেজিত হয়ে পড়ত।’
ওই কিশোরীর ফুপাতো ভাই হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মিলা জন্মগতভাবেই মানসিক প্রতিবন্ধী ছিল। তাকে ঢাকায় চিকিৎসা করানো হয়েছে। এখনো চিকিৎসাধীন। সে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী ভাতাও পায়। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিল।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ নেই। সে মানসিক ও দৃষ্টিপ্রতিবন্ধী ছিল। তাকে চিকিৎসাও করানো হচ্ছিল। সমাজসেবা অধিদপ্তর থেকে সে ভাতাও পেত।’
কুমিল্লার হোমনায় মিলা আক্তার (১৩) নামে এক মানসিক ও দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরীর ছয়তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় তারা থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলা পরিষদ গেটসংলগ্ন সিটি মার্কেটে এ ঘটনা ঘটে।
মিলা আক্তার উপজেলা সদরের খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিপ্রাপ্ত ছিল। মিলা উপজেলার মহিষমারী গ্রামের মিজান সরকারের মেয়ে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাদলুল আজিম আবরার আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ছাদ থেকে পড়ার কারণে তার থুতনি ও পায়ে আঘাতের চিহ্ন ছিল।’
স্থানীয়রা বলছেন, তার মা মরিয়ম এই বিল্ডিংয়ে অবস্থিত একটি প্রাইভেট হাসপাতালে সেবিকার চাকরি করেন। এর ওপরতলায় তাদের বাসা ছিল। সে কারণেই মিলা দুপুরে ছাদে যায় এবং সেখান থেকে পড়ে যায়।
মিলার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মিলা মাঝেমধ্যে এলোমেলো কথাবার্তা বলত। পরিচিতজনদের মতে, তার চিকিৎসা চলছিল এবং সে চুপচাপ থাকত। মাঝেমধ্যে খুব বেশি উত্তেজিত হয়ে পড়ত।’
ওই কিশোরীর ফুপাতো ভাই হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মিলা জন্মগতভাবেই মানসিক প্রতিবন্ধী ছিল। তাকে ঢাকায় চিকিৎসা করানো হয়েছে। এখনো চিকিৎসাধীন। সে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী ভাতাও পায়। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিল।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ নেই। সে মানসিক ও দৃষ্টিপ্রতিবন্ধী ছিল। তাকে চিকিৎসাও করানো হচ্ছিল। সমাজসেবা অধিদপ্তর থেকে সে ভাতাও পেত।’
ঝালকাঠির রাজাপুরে পাওনা টাকার জন্য গোয়াল থেকে গাভী নিয়ে যাওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজাপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ ও সদস্য সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তাকে দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
১ সেকেন্ড আগেগোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৪ জন যাত্রী। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগেচট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গরুর নিলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় এ নিলাম হয়। এতে ২টি গাভি ও ১টি বাছুর চট্টগ্রাম আদালতেরই আইনজীবী মোহাম্মদ ফরহাদুল আলম কিনে নেন।
১ ঘণ্টা আগেনাটোরের নলডাঙ্গার বারনই নদীতে গোঁসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর রিমি খাতুন নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
১ ঘণ্টা আগে