Ajker Patrika

বন্ধ হলো করোনা টিকার নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক
বন্ধ হলো করোনা টিকার নিবন্ধন

ঢাকা: কোভিড টিকার দ্বিতীয় ডোজ চালু থাকলেও সহসাই মিলছে না ঘাটতি টিকার যোগান। দ্বিতীয় ডোজের জন্য ১৪ লাখের বেশি টিকার সংকট রয়েছে। বন্ধ রয়েছে প্রথম ডোজের টিকাদানও। এ অবস্থায় নতুন করে টিকা গ্রহণে ইচ্ছুকদের নিবন্ধন আপাতত বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত (ডিজি) মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা আজ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আপাতত টিকার নিবন্ধন আমরা স্থগিত করেছি। টিকার চালান চুক্তিমত আমাদের হাতে এসে পৌঁছায়নি। যে কারণে আপাতত যাদের নিবন্ধন করা আছে তাঁদেরই টিকা দেওয়া শেষ করতে চাই আমরা।

তিনি বলেন, নতুন করে যখন প্রথম ডোজের টিকা দেওয়া শুরু হবে তখন থেকেই নিবন্ধন করা যাবে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা চালু থাকবে।

এর আগে টিকার সংকটের কারণে গত ২৬ এপ্রিল (সোমবার) থেকে অনির্দিষ্টকালের জন্য প্রথম ডোজের টিকাদান কর্মসূচি বন্ধ করে ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি আমলের শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ

বিদ্যুতের লাইন ঠিক করার কথা বলে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

‘আমি আওয়ামী লীগ করি, এটাই অপরাধ’

প্রতারণার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এই সরকার: মান্না

শেখ মুজিবের ছবি টাঙানোর বিধান বিলুপ্তির প্রস্তাব নেই জুলাই সনদে, ক্ষোভ বিএনপির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ