ঢাকা: গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল সোমবার বিকাল থেকে আজ মঙ্গলবার বিকাল পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে জামালপুরের সরিষাবাড়ীর একজন ও ইসলামপুরে একজন, মাদারীপুরে একজন, বরিশালের বাবুগঞ্জে একজন, নরসিংদীর শিবপুরে একজন রয়েছেন।
জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাত মিয়া (১৫) নামে এক শিক্ষাথীর মৃত্যু হয়। আজ দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। সে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের কাপড় ব্যবসায়ী আব্দুল্লাহ মিয়ার ছেলে। রিফাত রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দনগর গ্রামে আজ দুপুরে টেলিভিশন দেখার সময় ঘরে বিদ্যুৎ সংযোগে সমস্যা হয়। রিফাত তা মেরামত করতে গিয়ে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গুরুতর আহত হয়। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারজানা হাসান বাঁধন তাঁকে মৃত ঘোষণা করেন।
পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এছাড়া ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাহমিদ আহমেদ (১৯) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বিকালে নিজ ঘরে বিদ্যুতের ওয়েরিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার পার্থশী ইউনিয়নের ঢেংগারগড় গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাহমিদ আহমেদ নিজ ঘরে বিদ্যুতের ওয়েরিংয়ের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয় সে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাসনুভা প্রধান রুমি তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে ওই ছাত্র ঘটনাস্থলেই মারা গেছেন।
মাদারীপুর: মাদারীপুরের হরিকুমারিয়া এলাকায় আম পাড়তে গিয়ে খলিলুর রহমান তালুকদার (৬৫) নামে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আজ সকালে ঘটনাটি ঘটে। নিহত খলিলুর রহমান তালুকদারের ভাইয়ের ছেলে।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খোকন তালুকদার বলেন, সকালে আমার চাচা লোহার তৈরি একটি কোঠার নিয়ে বাড়ির পাশে আম পারতে যায়। আম পাড়া অবস্থায় লোহার কোঠারটি পাশের বিদ্যুতের তারের ওপর গিয়ে পড়ে। এতে করে চাচা বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আমরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাসপাতালের আরএমও ডা. নুরুল ইসলাম বলেন, আজ সকালে আম পাড়তে গিয়ে এক বয়স্ক লোক বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে চেকআপ করে মৃত ঘোষণা করেন।
শিবপুর (নরসিংদী): নরসিংদীর শিবপুরে বাড়ির আঙিনায় টানানো গুনার তারে কাপড় শুকাতে গিয়ে রহিমা বেগম (৭০) নামে এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আজ দুপুরে শিবপুরের কুতুবেরটেক গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
তিনি শিবপুর পৌর এলাকার কুতুবেরটেক গ্রামের মৃত আকবর হাজীর স্ত্রী। তাঁর কোনো সন্তান নেই। বাড়িতে একাই থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির আঙিনায় টানানো গুনার তারে ভেজা কাপড় শুকাতে গিয়েছিলেন তিনি। পাশেই ঝুলে থাকা বিদ্যুতের তারের একটি অংশ কোনভাবে ওই টানানো গুনার লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার বাম হাতের মাঝখানের তিন আঙুলের নিচের অংশ পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর থানার উপপরিদর্শক মো. আবদুস সোবাহান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত ওই নারীর লাশ উদ্ধার করেছি। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাবুগঞ্জ (বরিশাল): বাবুগঞ্জে গাছ থেকে ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রাজিব (১৪) নামে এক ৭ম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়। গতকাল সন্ধ্যায় সে মারা যায়। নিহত রাজিব উপজেলার মোহনগঞ্জ স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র। শিক্ষার্থী রাজিব বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোঃ মুজাহার হাওলাদারের ছেলে।
জানা যায়, গতকাল দুপুরে মিরাজ গাছ থেকে ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। চিকিৎসকরা তার অবস্থা বেগতিক বুঝতে পেরে ঢাকায় শেখ হাসিনা বার্ন হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। পরে আজ মঙ্গলবার সকালে রাজিবের জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাঁর লাশ দাফন করা হয়।
ঢাকা: গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল সোমবার বিকাল থেকে আজ মঙ্গলবার বিকাল পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে জামালপুরের সরিষাবাড়ীর একজন ও ইসলামপুরে একজন, মাদারীপুরে একজন, বরিশালের বাবুগঞ্জে একজন, নরসিংদীর শিবপুরে একজন রয়েছেন।
জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাত মিয়া (১৫) নামে এক শিক্ষাথীর মৃত্যু হয়। আজ দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। সে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের কাপড় ব্যবসায়ী আব্দুল্লাহ মিয়ার ছেলে। রিফাত রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দনগর গ্রামে আজ দুপুরে টেলিভিশন দেখার সময় ঘরে বিদ্যুৎ সংযোগে সমস্যা হয়। রিফাত তা মেরামত করতে গিয়ে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গুরুতর আহত হয়। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারজানা হাসান বাঁধন তাঁকে মৃত ঘোষণা করেন।
পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এছাড়া ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাহমিদ আহমেদ (১৯) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বিকালে নিজ ঘরে বিদ্যুতের ওয়েরিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার পার্থশী ইউনিয়নের ঢেংগারগড় গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাহমিদ আহমেদ নিজ ঘরে বিদ্যুতের ওয়েরিংয়ের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয় সে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাসনুভা প্রধান রুমি তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে ওই ছাত্র ঘটনাস্থলেই মারা গেছেন।
মাদারীপুর: মাদারীপুরের হরিকুমারিয়া এলাকায় আম পাড়তে গিয়ে খলিলুর রহমান তালুকদার (৬৫) নামে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আজ সকালে ঘটনাটি ঘটে। নিহত খলিলুর রহমান তালুকদারের ভাইয়ের ছেলে।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খোকন তালুকদার বলেন, সকালে আমার চাচা লোহার তৈরি একটি কোঠার নিয়ে বাড়ির পাশে আম পারতে যায়। আম পাড়া অবস্থায় লোহার কোঠারটি পাশের বিদ্যুতের তারের ওপর গিয়ে পড়ে। এতে করে চাচা বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আমরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাসপাতালের আরএমও ডা. নুরুল ইসলাম বলেন, আজ সকালে আম পাড়তে গিয়ে এক বয়স্ক লোক বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে চেকআপ করে মৃত ঘোষণা করেন।
শিবপুর (নরসিংদী): নরসিংদীর শিবপুরে বাড়ির আঙিনায় টানানো গুনার তারে কাপড় শুকাতে গিয়ে রহিমা বেগম (৭০) নামে এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আজ দুপুরে শিবপুরের কুতুবেরটেক গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
তিনি শিবপুর পৌর এলাকার কুতুবেরটেক গ্রামের মৃত আকবর হাজীর স্ত্রী। তাঁর কোনো সন্তান নেই। বাড়িতে একাই থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির আঙিনায় টানানো গুনার তারে ভেজা কাপড় শুকাতে গিয়েছিলেন তিনি। পাশেই ঝুলে থাকা বিদ্যুতের তারের একটি অংশ কোনভাবে ওই টানানো গুনার লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার বাম হাতের মাঝখানের তিন আঙুলের নিচের অংশ পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর থানার উপপরিদর্শক মো. আবদুস সোবাহান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত ওই নারীর লাশ উদ্ধার করেছি। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাবুগঞ্জ (বরিশাল): বাবুগঞ্জে গাছ থেকে ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রাজিব (১৪) নামে এক ৭ম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়। গতকাল সন্ধ্যায় সে মারা যায়। নিহত রাজিব উপজেলার মোহনগঞ্জ স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র। শিক্ষার্থী রাজিব বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোঃ মুজাহার হাওলাদারের ছেলে।
জানা যায়, গতকাল দুপুরে মিরাজ গাছ থেকে ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। চিকিৎসকরা তার অবস্থা বেগতিক বুঝতে পেরে ঢাকায় শেখ হাসিনা বার্ন হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। পরে আজ মঙ্গলবার সকালে রাজিবের জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাঁর লাশ দাফন করা হয়।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৬ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৬ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৬ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৬ ঘণ্টা আগে