Ajker Patrika

ট্রেনের টিকিট ধারণক্ষমতার অর্ধেক বিক্রির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৭: ১৭
ট্রেনের টিকিট ধারণক্ষমতার অর্ধেক বিক্রির সিদ্ধান্ত

যাত্রীবাহী ট্রেনের টিকিট ফের ধারণক্ষমতার অর্ধেক বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এ নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। এছাড়া স্বাস্থ্যবিধি ও করোনার সংক্রমণরোধে অন্যান্য বিধি অনুসরণ করে ট্রেনে যাত্রী ও মালপত্র পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫ হাজার ১৮১ জন। গত বছরের ২ জুলাইয়ের পর এটিই এক দিনে সর্বোচ্চ সংক্রমণ। আর একই সময় মৃত্যু হয়েছে ৪৫ জনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত