Ajker Patrika

ভিএফএস গ্লোবাল চালু করতে নির্দেশনা দিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক
ভিএফএস গ্লোবাল চালু করতে নির্দেশনা দিয়েছে সরকার

ঢাকা: ভিসা আবেদন সেবাদানকারি প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল বাংলাদেশ লিমিটেডের কার্যক্রম চালু করতে নির্দেশনা দিয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এক বার্তায় এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

মো. তৌহিদুল ইসলামের পাঠানো বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘ভিএফএস গ্লোবাল বাংলাদেশ লিমিটেডের কার্যক্রমকে জরুরী পরিষেবা হিসেবে বিবেচনা করে স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক অনতিবিলম্বে চালু রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী রোববার বা সোমবার এ সংস্থা তাঁদের কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে।’

প্রসঙ্গত, বর্তমানে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে ভ্রমণের বিষয়টি সামনে এসেছে। আর বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসা আবেদন গ্রহণ করে ভিএফএস গ্লোবাল বাংলাদেশ লিমিটেড। সরকার ঘোষিত দেশব্যাপী লকডাউনে কার্যক্রম বন্ধ রেখেছে সংস্থাটি।

ভিএফএস গ্লোবাল বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে যুক্তরাজ্য, কানাডা, থাইল্যান্ড, ইতালি, সিঙ্গাপুর, সুইডেনসহ বেশ কয়েকটি দেশের ভিসা আবেদন করতে হয় বাংলাদেশীদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত