Ajker Patrika

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার শিক্ষার্থীর নাম সাগর চন্দ্র দে। তিনি ২০২০-২০২১ শিক্ষাবর্ষের সংগীত বিভাগের শিক্ষার্থী। ভুক্তভোগীর অভিযোগ, ২০১৯-২০ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের ৩ শিক্ষার্থী তাকে নির্যাতন করেছে।

গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা আবাসিক হলের ২০৪ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে অগ্নিবীণা হলের প্রাধ্যক্ষ কল্যানাংশু নাহা বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী এখন চিকিৎসকের অবজারভেশনে আছে। পরবর্তীতে কি হয় জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক তপন কুমার সরকার বলেন, ‘আহত শিক্ষার্থী সাগর বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যেহেতু সে আহত অবস্থায় আছে, তাই বর্তমানে আমরা তার সুস্থতার দিকটি চিন্তা করছি। পরবর্তীতে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই তাদের মতো করে সিদ্ধান্ত নেবে।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান আজকের পত্রিকাকে বলেন, ‘নির্যাতনের শিকার শিক্ষার্থীর বন্ধু আমাদের বিষয়টি জানিয়েছে। সে যেহেতু মেডিকেলে আছে, আমাদের প্রক্টরিয়াল বডি তার খোঁজ নিচ্ছে এবং সেখানে যাচ্ছে। ওই শিক্ষার্থীর পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত