Ajker Patrika

নিরাপত্তা চেয়ে শফী হত্যা মামলার বাদীর জিডি

প্রতিনিধি
নিরাপত্তা চেয়ে শফী হত্যা মামলার বাদীর জিডি

চট্টগ্রাম: জীবনের নিরাপত্তা চেয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হেফাজতে ইসলামের সাবেক আমির আহমদ শফী হত্যা মামলার বাদী মোহাম্মদ মাঈন উদ্দিন। তিনি আহমদ শফীর শ্যালক।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশমে ভুঁইয়া জিডির তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার বিকেলে তিনি জিডি করেছেন। জিডি নম্বর ৮১। নিয়ম অনুযায়ী তাঁকে নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর চট্টগ্রামের তৃতীয় বিচারিক আদালতে এ হত্যা মামলা দায়ের করেন মোহাম্মদ মাঈন উদ্দিন। মামলায় অভিযোগ করা হয়, আল্লামা শফীকে গৃহবন্দি করে নির্যাতনের মাধ্যমে ‘শাহাদাত বরণ করতে বাধ্য করা হয়েছে’। মৃত্যুর কয়েক দিন আগে থেকে তাঁর খাবার, ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছিল। তাঁকে আসামিরা পরস্পর যোগসাজশ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত