Ajker Patrika

লঞ্চ চালুর দাবিতে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
লঞ্চ চালুর দাবিতে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা: চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী লঞ্চ চালুর দাবি জানিয়েছে লঞ্চ শ্রমিক ও এর সাথে জড়িত ফেডারেশনের নেতাকর্মীরা।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তাঁরা কর্মরত শ্রমিকদেরকে অভাব অনটনের হাত থেকে রক্ষা ও দরিদ্র নিম্ন আয়ের মানুষের সাশ্রয়ে চলাচলের কথা বিবেচনা করে লঞ্চ চালুর দাবি জানান। বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে শ্রমিকরা অভিযোগ করে বলেন, লকডাউনে প্রায় সবকিছুই চলছে তাহলে শুধু আমাদের পেটে লাথি কেন। লঞ্চ চলাচল বন্ধ থাকায় এর সাথে জড়িত শ্রমিকরা বেতন বোনাস কিছুই পাচ্ছে না।

শ্রমিকরা বলেন, নৌপথে লঞ্চ না পাওয়ার কারণে বিকল্প উপায়ে যাতায়াত করতে গিয়ে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এবং যাত্রীদের দ্বিগুণের বেশি টাকা খরচ হচ্ছে। লঞ্চের শ্রমিকরা এক প্রকার মানবেতর জীবনযাপন করছেন। ২৩ মে তারিখের মধ্যে লঞ্চ চালু না হলে এসব শ্রমিকদের পরিবারের সদস্যরা না খেয়ে মারা যাবে। বিকল্প কোনো উপায় নির্ধারণ না করে আমাদের ওপর অত্যাচার করা হচ্ছে।

সমাবেশে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, 'পর্যাপ্ত যানবাহন চললে কোন অবস্থাতেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন হওয়ার সুযোগ নেই। এক হাজার লোকের জন্য একশ লোকের গাড়ি দিলে সেখানে অবশ্যই ওভার-লোডিং হবে। আমরা যারা কাজ করে খাই, কাজের বিনিময়ে মজুরি পাই তাঁদের পুঁজিই হলো কাজ। কাজ না হলে মজুরি হয় না, বোনাস হয় না। আজকে নৌ-যানের অধিকাংশ শ্রমিকরা বোনাস তো দূরের কথা বেতনও পাননি।'

তিনি আরও বলেন, 'আপনাদের এ তামাশা ২৩ তারিখ পর্যন্ত দেখব। ২৩ তারিখের পর একজন শ্রমিকও আর জাহাজে থাকব না। আপনারা মালিক, অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, নৌ-পরিবহন মন্ত্রণালয় জাহাজ পাহারা দেওয়া ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিবেন।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত