Ajker Patrika

র‍্যাবের নতুন মুখপাত্র কমান্ডার মঈন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৫: ৩২
র‍্যাবের নতুন মুখপাত্র কমান্ডার মঈন

পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের(র‍্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালকের দায়িত্ব পেয়েছেন কমান্ডার খন্দকার আল মঈন।  নৌ বাহিনীর এ কর্মকর্তা কমান্ডার খন্দকার আল মঈন, লে. কর্নেল আশিক বিল্লাহ'র স্থলাভিষিক্ত হচ্ছেন।

আশিক বিল্লাহ তার নিজ বাহিনীতে (বাংলাদেশ সেনাবাহিনী) ফিরে যাচ্ছেন। গতকাল র‌্যাবে তার শেষ কার্যদিবস ছিল। র‍্যাবে বিদায়ী মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, কমান্ডার আল মঈন র‍্যাবের কমিউনিকেশন উইংয়ের পাশাপাশি মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।

র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, আমি মূলত একজন কমিউনিকেশন স্পেশালিস্ট। আমি এর আগে ২০০৭ থেকে ২০১১ সালে গোয়েন্দা শাখায় দায়িত্ব পালন করেছি। এক বছর ২ মাস যাবত আমি র‌্যাবের কমিউনিকেশন শাখার পরিচালক হিসেবে কর্মরত আছি। আমি পূর্বেও গণমাধ্যমের  সহযোগীতা পেয়েছি। তেমনভাবে আমার দায়িত্বপালনের ক্ষেত্রেও একই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি। 

কমান্ডার খন্দকার আল মঈন ইতিপূর্বে ২০০৭ হতে ২০১০ সাল পর্যন্ত র্যাব ফোর্সেস সদর দফতরের গোয়েন্দা শাখার উপ-পরিচালক হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। র‍্যাব ফোর্সের গোয়েন্দা শাখায় দায়িত্ব পালনকালে তিনি জঙ্গি, চরমপন্থী এবং সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করে প্রশংসনীয় অবদান রেখেছেন। ২১শে আগস্ট ২০০৪ সালে প্রধানমন্ত্রীর উপর মেনে হামলা মামলার আসামীকে গ্রেনেডসহ গ্রেফতারে প্রশংসনীয় অবদানের জন্য ২০০৯ সালে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এ ভূষিত হয়েছেন। 

কমান্ডার খন্দকার আল মঈন ডিফেন্স সার্ভিসেস কমান্ড এচ সাফ কলেজ (ডিএসসিএসসি) হতে পিএসসি সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি বেসরকারী বিশ্ববিদ্যালয় হতে এমবিএ সম্পন্ন করেন।

কমান্ডার খন্দকার আল মঈন বাংলাদেশ নৌ বাহিনীর বিভিন্ন পরিসরের প্রশিক্ষক, কমান্ড ও স্টাফ অভিজ্ঞতা সম্পন্ন একজন চৌকস অফিসার। তিনি কর্মক্ষেত্রে অত্যন্ত সততা, পেশাদারিত্ব, পারদর্শিতা, উৎকর্ষতা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করে আসছেন।

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত