Ajker Patrika

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে এনআইডির নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে এনআইডির নিবন্ধন

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সুরক্ষা সেবা বিভাগের হাতে দিতে যাচ্ছে সরকার। এজন্য জাতীয় পরিচয় নিবন্ধন আইন সংশোধনের সুপারিশ করে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সেখানে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাহী বিভাগের দায়িত্বের অন্তর্ভুক্ত হওয়ায় বিভিন্ন দেশের উদাহরণের আলোকে সুরক্ষা সেবা বিভাগ ওই দায়িত্ব পালনে উপযুক্ত কর্তৃপক্ষ। এজন্য এই দায়িত্ব সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করতে এই বিভাগের ‘অ্যালোকেশন অব বিজনেস’ এর মধ্যে বিষয়টি অন্তর্ভুক্ত করা যেতে পারে।

জাতীয় পরিচয় নিবন্ধন আইনে ‘নির্বাচন কমিশন’ এর পরিবর্তে ‘সরকার’ শব্দ অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় সংশোধন করা যেতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সুরক্ষা সেবা বিভাগ থেকে জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম পরিচালনা করতে এখন এই কাজে নিয়োজিত জনবলের পাশাপাশি অবকাঠামোও নির্বাচন কমিশন থেকে সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের ব্যবস্থা করা যেতে পারে বলে চিঠিতে বলা হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন আইনে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষমতা ও এখতিয়ার নির্বাচন কমিশনকে দেওয়া আছে। নির্বাচন কমিশন নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার পাশাপাশি এর তথ্য-উপাত্ত সংশোধনের কাজও করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত