তারিক-উল ইসলাম
যাবার আগেই পৌঁছে যাচ্ছি। যাচ্ছি আজ তোমার কাছে।
মেঘ যাচ্ছি। ট্রাম-ট্রেন পাখি যাচ্ছি। বাতাস-শিশির ফুল যাচ্ছি।
ধানের পাতা দুল যাচ্ছি।
মাশকারা ভ্রু চোখ দেখছি। হেমন্ত-হিম সন্ধ্যা দেখছি।
আটাশ-ত্রিশ ভরতনাট্যম, হাতের আঙুল মণিপুরি
খানিক কত্থক মুদ্রা দেখছি। মায়া-আলো ছায়া দেখছি।
পর্দাজুড়ে ধূপ পোড়ানো উদিত মুখ-দিগন্তে ভোর
সূর্য দেখছি। দ্রুত লয়ের দাদরা শুনছি।
কাঁপছে পাতা-পায়ের পাতা। প্রকাশ্যে আজ পা দেখছি।
মঞ্চে তুমুল করতালি। দ্বিধায় খানিক থমকে যাচ্ছি।
চমকে আবার সামলে নিচ্ছি। পা দেখছি। ছবি আঁকছি।
ছবি তুলছি। বিন্দু ঘামের লজ্জা দেখছি।
হাসছে কাজল-ক্লিওপেট্রা। ভাসছে জলে ফড়িং নাকি!
নারাজলিপি খামের ওপর। ভেতরে খুব মিনতি আঁকা।
মাঠ যাচ্ছে। নদী যাচ্ছে। জলের ফুলে স্বপ্ন যাচ্ছে।
বনবীথি সবুজ যাচ্ছে। সোনালি পাড় শাড়ি যাচ্ছে।
বাড়ি যাচ্ছে। খানিক অভিমানও যাচ্ছে।
বাড়ি যাচ্ছে। শাড়ি যাচ্ছে। আড়ি যাচ্ছে।
যাচ্ছে পা তোমার কাছে।
যাবার আগেই তোমার কাছে পৌঁছে যাচ্ছি।
যাবার আগেই পৌঁছে যাচ্ছি। যাচ্ছি আজ তোমার কাছে।
মেঘ যাচ্ছি। ট্রাম-ট্রেন পাখি যাচ্ছি। বাতাস-শিশির ফুল যাচ্ছি।
ধানের পাতা দুল যাচ্ছি।
মাশকারা ভ্রু চোখ দেখছি। হেমন্ত-হিম সন্ধ্যা দেখছি।
আটাশ-ত্রিশ ভরতনাট্যম, হাতের আঙুল মণিপুরি
খানিক কত্থক মুদ্রা দেখছি। মায়া-আলো ছায়া দেখছি।
পর্দাজুড়ে ধূপ পোড়ানো উদিত মুখ-দিগন্তে ভোর
সূর্য দেখছি। দ্রুত লয়ের দাদরা শুনছি।
কাঁপছে পাতা-পায়ের পাতা। প্রকাশ্যে আজ পা দেখছি।
মঞ্চে তুমুল করতালি। দ্বিধায় খানিক থমকে যাচ্ছি।
চমকে আবার সামলে নিচ্ছি। পা দেখছি। ছবি আঁকছি।
ছবি তুলছি। বিন্দু ঘামের লজ্জা দেখছি।
হাসছে কাজল-ক্লিওপেট্রা। ভাসছে জলে ফড়িং নাকি!
নারাজলিপি খামের ওপর। ভেতরে খুব মিনতি আঁকা।
মাঠ যাচ্ছে। নদী যাচ্ছে। জলের ফুলে স্বপ্ন যাচ্ছে।
বনবীথি সবুজ যাচ্ছে। সোনালি পাড় শাড়ি যাচ্ছে।
বাড়ি যাচ্ছে। খানিক অভিমানও যাচ্ছে।
বাড়ি যাচ্ছে। শাড়ি যাচ্ছে। আড়ি যাচ্ছে।
যাচ্ছে পা তোমার কাছে।
যাবার আগেই তোমার কাছে পৌঁছে যাচ্ছি।
নোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা শুধু কথাসাহিত্যের জন্যই নন, মানবিকতা ও বিশ্ব রাজনীতির প্রতি গভীর মনোযোগের জন্যও পরিচিত। বাংলাদেশে এসিড হামলার শিকার নারীদের নিয়ে তাঁর লেখা হৃদয়বিদারক প্রবন্ধ ‘Weaker sex’ প্রমাণ করে, কীভাবে যোসার কলম ছুঁয়ে গিয়েছিল বাংলার পীড়িত নারীদের কান্না ও সংগ্রাম।
৫ দিন আগেনোবেলজয়ী পেরুভিয়ান সাহিত্যিক মারিও বার্গাস যোসা মারা গেছেন। স্থানীয় সময় গতকাল রোববার পেরুর রাজধানী লিমায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর ছেলে আলভারো বার্গাস যোসা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
৫ দিন আগেমৃত্তিকাবিজ্ঞানী অধ্যাপক আলমগীর হাইয়ের প্রথম একক চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, ৫ নম্বর গ্যালারিতে চিত্র প্রদর্শনী শুরু হয়।
৬ দিন আগেজর্জ দুহামেল ১৮৮৪ সালের ৩০ জুন প্যারিসের জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিল না। তিনি ছিলেন তৃতীয় সন্তান। সব মিলিয়ে তাঁর শৈশব-কৈশোরের স্মৃতি খুব একটা সুখকর নয়; যা তাঁর আত্মজীবনীমূলক উপন্যাস লে নতেয়্যাখ দু হ্যাভখ (Le Notaire du Havre) এ ফুটে ওঠে।
৬ দিন আগে