অনলাইন ডেস্ক
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চার দেশের জোট কোয়াড গঠনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে নতুন আরেক চার দেশীয় জোটের পরিকল্পনা। কোয়াডভুক্ত দুই দেশ ভারত ও যুক্তরাষ্ট্র এই নতুন কোয়াডেও সদস্য হিসেবে থাকছে। জোটের বাকি দুই দেশ—ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কোয়াডের উদ্দ্যেশ্য হলো—জ্বালানি সংরক্ষণাগার তৈরি, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করা এবং একটি বিকল্প খাদ্য করিডর তৈরি।
ভারত, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউএইর নামের আদ্যক্ষর নিয়ে এই জোট পরিচিতি পেয়েছে আইটুইউটু নামে। ইসরায়েলের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এই চার দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা এক বৈঠকে মিলিত হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধের কারণে পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে এই জোট গঠনকে বিশ্লেষকেরা গুরুত্বের সঙ্গেই দেখছেন।
পশ্চিম এশিয়ার দুই দেশের সঙ্গে ভারত-যুক্তরাষ্ট্রের জোট প্রসঙ্গে ভারতের সাবেক কূটনীতিক তালমিজ আহমেদ আল-জাজিরাকে বলেছেন, ‘নতুন এই অস্থির পরিস্থিতিতে কেউই জানে না আসলে কী হতে যাচ্ছে। তাই দেশগুলো নিজেদের এগিয়ে নিতেই বিভিন্ন জোটে যাচ্ছে, জোটে গঠন করছে। তারা ভাবছে, হয়তো এই জোট তাদের জন্য মঙ্গল বয়ে আনবে।’
বর্ষীয়ান কূটনীতিক তালমিজ আহমেদ সৌদি আরব, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। নতুন এই জোটকে বেশ কৌতূহলোদ্দীপক বলে মনে করছেন তিনি।
ভারত সরকার এক বিজ্ঞপ্তিতে বলেছে, আইটুইউটু সব মিলিয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ছয়টি খাতে কাজ করতে পারে। খাতগুলোর মধ্যে রয়েছে—জ্বালানি, পরিবহন, মহাকাশ, স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তা। এ ছাড়া বেসামরিক খাতের বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিনিয়োগ, গণস্বাস্থ্য খাতের উন্নয়ন এবং জোটভুক্ত দেশগুলোর পারস্পরিক বাণিজ্য এবং শ্রমশক্তি বিনিময় বাড়াতেও এ জোট কাজ করতে পারে বলে উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
এর আগে গত মাসেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এই জোটের সম্ভাব্য অর্থনৈতিক এজেন্ডার ব্যাপারে আলোকপাত করেছিলেন। তিনি বলেছিলেন, ‘এই জোটের চারটি দেশই একেকটি প্রযুক্তিগত হাব ও বড় বাজার। আবার এটি একই সঙ্গে একটি ভোক্তা বাজারও।’
এই জোটের প্রথম সম্মেলন থেকে কী আশা করা হচ্ছে—এমন প্রশ্নের জবাব দিয়েছেন দিল্লিভিত্তিক থিংকট্যাংক অনন্ত আসপেন সেন্টারের ফেলো প্রমিত পাল চৌধুরী। তিনি বলেছেন, ‘এই সম্মেলনে জোটের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করানো হতে পারে, যা সরকার-সরকার (জিটুজি) ও ব্যবসায়ী-ব্যবসায়ী মিথস্ক্রিয়ার নতুন সুযোগ তৈরি করবে।’ উদাহরণ হিসেবে, তিনি বলেছেন—এই দেশগুলো নবায়নযোগ্য জ্বালানি নিয়ে নতুনভাবে কাজ করতে পারে।
জ্বালানির বাইরেও খাদ্য নিরাপত্তা নিয়েও কাজ করতে পারে জোটটি। এই সম্মেলনে ইউএই ও ভারতের মধ্যে একটি নতুন খাদ্য করিডর স্থাপনের ঘোষণা আসতে পারে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই খাদ্য করিডরের আওতায় ইউএইর বিনিয়োগকারীরা ভারতে মেগা ফুড পার্ক স্থাপনে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে। এই বিনিয়োগ থেকে দুই দেশই উপকৃত হবে বলে অনুমান বিশ্লেষকদের। ভারতের সাবেক কৃষি সচিব সিরাজ হোসাইন বলেছেন, ‘ভারত ও আরব আমিরাতের মধ্যকার এই খাদ্য করিডর উভয় দেশের জন্যই সুফল বয়ে আনবে।’
তবে এই নতুন কোয়াড নিয়ে সমালোচনাও রয়েছে। অনেকেই বলেছেন, এই জোট আসলে যুক্তি বিবর্জিত এবং এর কৌশলগত কোনো গুরুত্ব নেই। তবে, জোটের দেশগুলোর আশাবাদ অন্যরকম। ভারতের জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে—এই জোট কথার চেয়ে কাজকে বেশি প্রাধান্য দেবে।
এর আগে গত বছরে ১৮ অক্টোবর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর ইসরায়েল সফরকালে ইসরায়েলের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে জোটের বিষয়ে আলোচনা করেন। ইউএইর পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ওই আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হন। সে সময় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছিল, এই চার দেশ অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে একটি আন্তর্জাতিক ফোরাম প্রতিষ্ঠার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তেরই ফলাফল আজকের আইটুইউটু।
অনেক বিশ্লেষকের ধারণা, এই জোট ইসরায়েল ও ইউএইর সম্পর্ক স্বাভাবিকীকরণের লক্ষ্যে স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডেরই বর্ধিত ফলাফল। তবে এই জোটও পূর্বতন কোয়াডের মতো চীনকে আটকানোর কোনো লক্ষ্য রাখে কি না, সে বিষয়ে জোটের তরফ থেকে কিছু না বলা হলেও এই জোটও অনেকটা আগের কোয়াডের মতোই। দিল্লিভিত্তিক থিংকট্যাংক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের বিশ্লেষক অক্ষোভ গিরিধরদাস বলেছেন, ‘নতুন এই পশ্চিম এশীয় কোয়াড বাইডেন প্রশাসনের চীন ঠেকাও নীতির তৎপরতার ফসল।’
তবে শেষ বিচারে এই জোট কী, এর কৌশলগত গুরুত্ব কতটা এবং জোটটি ঘোষিত বিষয়ের বাইরে আরও কী কী হাসিল করতে চায় এবং চীনসহ এই জোটের সম্ভাব্য বিরোধীরা এই জোটের বিষয়ে কী প্রতিক্রিয়া ব্যক্ত করে, তা-ই এখন দেখার বিষয়।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চার দেশের জোট কোয়াড গঠনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে নতুন আরেক চার দেশীয় জোটের পরিকল্পনা। কোয়াডভুক্ত দুই দেশ ভারত ও যুক্তরাষ্ট্র এই নতুন কোয়াডেও সদস্য হিসেবে থাকছে। জোটের বাকি দুই দেশ—ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কোয়াডের উদ্দ্যেশ্য হলো—জ্বালানি সংরক্ষণাগার তৈরি, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করা এবং একটি বিকল্প খাদ্য করিডর তৈরি।
ভারত, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউএইর নামের আদ্যক্ষর নিয়ে এই জোট পরিচিতি পেয়েছে আইটুইউটু নামে। ইসরায়েলের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এই চার দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা এক বৈঠকে মিলিত হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধের কারণে পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে এই জোট গঠনকে বিশ্লেষকেরা গুরুত্বের সঙ্গেই দেখছেন।
পশ্চিম এশিয়ার দুই দেশের সঙ্গে ভারত-যুক্তরাষ্ট্রের জোট প্রসঙ্গে ভারতের সাবেক কূটনীতিক তালমিজ আহমেদ আল-জাজিরাকে বলেছেন, ‘নতুন এই অস্থির পরিস্থিতিতে কেউই জানে না আসলে কী হতে যাচ্ছে। তাই দেশগুলো নিজেদের এগিয়ে নিতেই বিভিন্ন জোটে যাচ্ছে, জোটে গঠন করছে। তারা ভাবছে, হয়তো এই জোট তাদের জন্য মঙ্গল বয়ে আনবে।’
বর্ষীয়ান কূটনীতিক তালমিজ আহমেদ সৌদি আরব, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। নতুন এই জোটকে বেশ কৌতূহলোদ্দীপক বলে মনে করছেন তিনি।
ভারত সরকার এক বিজ্ঞপ্তিতে বলেছে, আইটুইউটু সব মিলিয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ছয়টি খাতে কাজ করতে পারে। খাতগুলোর মধ্যে রয়েছে—জ্বালানি, পরিবহন, মহাকাশ, স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তা। এ ছাড়া বেসামরিক খাতের বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিনিয়োগ, গণস্বাস্থ্য খাতের উন্নয়ন এবং জোটভুক্ত দেশগুলোর পারস্পরিক বাণিজ্য এবং শ্রমশক্তি বিনিময় বাড়াতেও এ জোট কাজ করতে পারে বলে উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
এর আগে গত মাসেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এই জোটের সম্ভাব্য অর্থনৈতিক এজেন্ডার ব্যাপারে আলোকপাত করেছিলেন। তিনি বলেছিলেন, ‘এই জোটের চারটি দেশই একেকটি প্রযুক্তিগত হাব ও বড় বাজার। আবার এটি একই সঙ্গে একটি ভোক্তা বাজারও।’
এই জোটের প্রথম সম্মেলন থেকে কী আশা করা হচ্ছে—এমন প্রশ্নের জবাব দিয়েছেন দিল্লিভিত্তিক থিংকট্যাংক অনন্ত আসপেন সেন্টারের ফেলো প্রমিত পাল চৌধুরী। তিনি বলেছেন, ‘এই সম্মেলনে জোটের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করানো হতে পারে, যা সরকার-সরকার (জিটুজি) ও ব্যবসায়ী-ব্যবসায়ী মিথস্ক্রিয়ার নতুন সুযোগ তৈরি করবে।’ উদাহরণ হিসেবে, তিনি বলেছেন—এই দেশগুলো নবায়নযোগ্য জ্বালানি নিয়ে নতুনভাবে কাজ করতে পারে।
জ্বালানির বাইরেও খাদ্য নিরাপত্তা নিয়েও কাজ করতে পারে জোটটি। এই সম্মেলনে ইউএই ও ভারতের মধ্যে একটি নতুন খাদ্য করিডর স্থাপনের ঘোষণা আসতে পারে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই খাদ্য করিডরের আওতায় ইউএইর বিনিয়োগকারীরা ভারতে মেগা ফুড পার্ক স্থাপনে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে। এই বিনিয়োগ থেকে দুই দেশই উপকৃত হবে বলে অনুমান বিশ্লেষকদের। ভারতের সাবেক কৃষি সচিব সিরাজ হোসাইন বলেছেন, ‘ভারত ও আরব আমিরাতের মধ্যকার এই খাদ্য করিডর উভয় দেশের জন্যই সুফল বয়ে আনবে।’
তবে এই নতুন কোয়াড নিয়ে সমালোচনাও রয়েছে। অনেকেই বলেছেন, এই জোট আসলে যুক্তি বিবর্জিত এবং এর কৌশলগত কোনো গুরুত্ব নেই। তবে, জোটের দেশগুলোর আশাবাদ অন্যরকম। ভারতের জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে—এই জোট কথার চেয়ে কাজকে বেশি প্রাধান্য দেবে।
এর আগে গত বছরে ১৮ অক্টোবর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর ইসরায়েল সফরকালে ইসরায়েলের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে জোটের বিষয়ে আলোচনা করেন। ইউএইর পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ওই আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হন। সে সময় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছিল, এই চার দেশ অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে একটি আন্তর্জাতিক ফোরাম প্রতিষ্ঠার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তেরই ফলাফল আজকের আইটুইউটু।
অনেক বিশ্লেষকের ধারণা, এই জোট ইসরায়েল ও ইউএইর সম্পর্ক স্বাভাবিকীকরণের লক্ষ্যে স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডেরই বর্ধিত ফলাফল। তবে এই জোটও পূর্বতন কোয়াডের মতো চীনকে আটকানোর কোনো লক্ষ্য রাখে কি না, সে বিষয়ে জোটের তরফ থেকে কিছু না বলা হলেও এই জোটও অনেকটা আগের কোয়াডের মতোই। দিল্লিভিত্তিক থিংকট্যাংক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের বিশ্লেষক অক্ষোভ গিরিধরদাস বলেছেন, ‘নতুন এই পশ্চিম এশীয় কোয়াড বাইডেন প্রশাসনের চীন ঠেকাও নীতির তৎপরতার ফসল।’
তবে শেষ বিচারে এই জোট কী, এর কৌশলগত গুরুত্ব কতটা এবং জোটটি ঘোষিত বিষয়ের বাইরে আরও কী কী হাসিল করতে চায় এবং চীনসহ এই জোটের সম্ভাব্য বিরোধীরা এই জোটের বিষয়ে কী প্রতিক্রিয়া ব্যক্ত করে, তা-ই এখন দেখার বিষয়।
হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত বিলিয়নিয়ার জর্জ সরোসের ছেলে অ্যালেক্স সরোস ঢাকায় নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে সমস্ত আর্থিক সহায়তা স্থগিত করেছেন। এর ফলে বাংলাদেশেও মার্কিন সহায়তা বন্ধ হয়ে গেছে।
২ দিন আগেহাংঝৌভিত্তিক এই স্টার্টআপ বা উদ্যোগটি দাবি করেছে, তারা ডিপসিক আর১ মডেলটি সিলিকন ভ্যালির সাম্প্রতিকতম মডেলগুলোর তুলনায় অনেক কম খরচে তৈরি করেছে। এই ঘোষণা এআই দুনিয়ায় যুক্তরাষ্ট্রের প্রাধান্য ও শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর...
৪ দিন আগে২০১১ সালে টেক্সাসের অস্টিন থেকে আসা একজন ইগল স্কাউট রস উলব্রিচট ‘সিল্ক রোড’ প্রতিষ্ঠা করেন। এটি একটি অনলাইন কালোবাজার, যেখানে মাদক, অর্থ পাচার এবং সাইবার অপরাধমূলক লেনদেন পরিচালিত হতো। ২০১৩ সালে তাঁর গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত সাইটটি কয়েক মিলিয়ন ডলারের রাজস্ব সংগ্রহ করেছিল।
৫ দিন আগেঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর মাধ্যমে ১৬ বছরের বেশি সময় ধরে চলা শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে।
১০ দিন আগে